fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২০; ২২শে শ্রাবণ, ১৪২৭; ১৫ই জিলহজ্জ, ১৪৪১
হোম বিনোদন সুশান্তের প্রেমিকা রিয়া নিখোঁজ
সুশান্তের প্রেমিকা রিয়া নিখোঁজ

সুশান্তের প্রেমিকা রিয়া নিখোঁজ

0

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে তার কথিত প্রেমিকা রিয়া চক্রবর্তীর খোঁজ পাচ্ছেন না পুলিশ। রিয়ার যথাসাধ্য খোঁজ করা সত্ত্বেও তার কোন সন্ধান মেলেনি বলে জানিয়েছে বিহার পুলিশ।

শনিবার (১ আগস্ট) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিহার পুলিশের ডিজি গুপ্তেশ্বর পাণ্ডে। তিনি বলেছেন, ‘তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে, আর এখন পর্যন্ত রিয়া চক্রবর্তীকে খুঁজে পাওয়া সম্ভব হয়নি। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

এদিকে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, গতকাল (১ আগস্ট) সকালে বিহার পুলিশের একটি দল সুশান্তের ময়নাতদন্তের রিপোর্টের জন্য মুম্বাইয়ের কুপার হাসপাতালে গিয়েছিলেন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাদের রিপোর্ট দিতে অস্বীকার করেন। তবে বিহার পুলিশকে মুম্বাই পুলিশের এই অসহযোগিতা করার বিষয়টি অস্বীকার করেন পুলিশের ডিজি। তিনি বলেন, তারা আমাদের যথেষ্ট সাহায্য করছেন। সুশান্ত সিং শুধু বিহারের সন্তান নন, তিনি গোটা ভারতের সন্তান।

উল্লেখ্য, গত ১৪ জুন নিজ ফ্ল্যাটে আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুত। ব্যক্তিগত জীবনে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। তাদের সম্পর্ক নিয়ে নানা গল্প চাউর হয়েছে। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুতে অর্থ আত্মসাতের কিছু লুকিয়ে আছে কিনা তা অনুসন্ধান করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে সুশান্তের বাবার অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে বিহার পুলিশ। তাতে ১৫ কোটি রুপি কারচুপির বিষয় উল্লেখ রয়েছে।

গত ৩ দিনে অভিনেতা সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে ছাড়াও বন্ধু মহেশ শেট্টি, নিতু সিংহ এবং পরিচালক ও চিকিৎসকসহ মোট ৬ জনের বয়ান রেকর্ড করেছেন পুলিশ। গতকাল (১ আগস্ট) পরিচালক রুমির বয়ান রেকর্ড করা হয়। রিয়া-সুশান্তকে নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণের কথা ছিল এই পরিচালকের।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।