fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

রবিবার, ৫ই এপ্রিল, ২০২০; ২২শে চৈত্র, ১৪২৬; ১১ই শাবান, ১৪৪১
হোম গণমাধ্যম সাজা পাচ্ছেন কুড়িগ্রামের ডিসি সুলতানা পারভীন
সাজা পাচ্ছেন কুড়িগ্রামের ডিসি সুলতানা পারভীন

সাজা পাচ্ছেন কুড়িগ্রামের ডিসি সুলতানা পারভীন

101
0

বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলামকে মধ্যরাতে কারাদণ্ড দেওয়ার ঘটনায় কুড়িগ্রামের জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে প্রত্যাহার করা হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।  একইসঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি ।

আজ দুপুরে স‌চিবাল‌য়ে নিজ দফত‌রে সাংবা‌দিক‌দের প্র‌তিমন্ত্রী এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, তার (ডিসি) বিরুদ্ধে তদন্তে অনিয়ম ও অসঙ্গতির প্রমাণ মিলেছে।  তাকে কুড়িগ্রাম থেকে প্রত্যাহার করা হবে।  একইসঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ১৩ মার্চ রাতে কুড়িগ্রাম ডিসি অফিসের দুই-তিনজন ম্যাজিস্ট্রেট, ১৫-১৬ জন আনসার সদস‌্য গিয়ে সাংবাদিক আরিফুলকে বাসা থেকে জোর করে তুলে নিয়ে যায়। ডিসি অফিসে নেওয়ার পর তারা দাবি করেন, আরিফুলের বাসায় আর্ধেক বোতল মদ ও দেড়শ’ গ্রাম গাঁজা পাওয়া গেছে। আরিফুলকে রাতেই মোবাইল কোর্টের মাধ্যমে এক বছরের সাজা দেওয়া হয়।

(101)

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।