fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

শনিবার, ৪ঠা জুলাই, ২০২০; ২০শে আষাঢ়, ১৪২৭; ১২ই জিলক্বদ, ১৪৪১
হোম অন্যান্য মৌমাছির সঙ্গে বন্ধুত্ব করে গিনেস বুকে নাম লেখাল তরুণ
মৌমাছির সঙ্গে বন্ধুত্ব করে গিনেস বুকে নাম লেখাল তরুণ

মৌমাছির সঙ্গে বন্ধুত্ব করে গিনেস বুকে নাম লেখাল তরুণ

0

মধুর স্বাদ ও গুণ মধুর মতোই মিষ্টি। কিন্তু মৌমাছি অনেকের কাছে আতঙ্কের কারণ।সম্প্রতি গিনেস বুকে নাম তুলতে টানা চার ঘণ্টার বেশি মাথায় ও মুখে মৌমাছি নিয়ে বসে থাকলেন নেচার এমএস নামের এক তরুণ।

গিনেস (Guinness World Record) সূত্রে খবর, ভারতের কেরালার পতঙ্গপ্রেমী এমএস ৪ ঘণ্টা ১০ মিনিট ৫ সেকেন্ডস পুরো মুখ আর মাথায় মৌমাছি নিয়ে বসেছিল। আর এভাবেই নিশ্চিত হলো তার রেকর্ড। ৬০ হাজার মৌমাছিকে মাথায় ও মুখে বসতে দিতে পারেন এমএস।

ডেইলি মেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এমএস বলেছেন, মৌমাছি (Bee) আমার প্রিয় বন্ধু। আমার ইচ্ছা অন্যরাও ওদের বন্ধু বানাক। বাবার সঙ্গে থেকেই মৌমাছির সঙ্গে ঘর করার কৌশল রপ্ত করেছি। সাত বছর বয়স থেকে ওদের মুখ ও মাথায় নিয়ে ঘুরে বেড়াই।

এমএস বলেন, সমাজের বাস্তুতন্ত্র ঠিক রাখতে মৌমাছির ভূমিকা অসামান্য। এরা সমাজবদ্ধ জীবও বটে। তাই এদের সঙ্গে বন্ধুত্ব রেখে চললে আখেড়ে লাভ মানুষের।

দু’বছর আগেও একইভাবে মৌমাছি সংরক্ষণ ও মধু চাষে সচেতনতা বাড়িয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন এমএস। এমএসের বাবা সূর্যকুমার একজন পুরস্কারপ্রাপক মধু চাষী।এভাবে নিজেরা চেষ্টা করতে যাবেন না, সঠিক নিয়ম না জানলে ঘটতে পারে বড় দুর্ঘটনা।

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।