fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

রবিবার, ৩১শে মে, ২০২০; ১৭ই জ্যৈষ্ঠ, ১৪২৭; ৭ই শাওয়াল, ১৪৪১
হোম ক্রীড়া প্রধানমন্ত্রীর জন্য থাকছে ৫০ পদের খাবারের মেন্যু
প্রধানমন্ত্রীর জন্য থাকছে ৫০ পদের খাবারের মেন্যু

প্রধানমন্ত্রীর জন্য থাকছে ৫০ পদের খাবারের মেন্যু

0

ভারত – বাংলাদেশের সাথে চলতি খেলায় আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যনার্জীকে।

আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ম্যাচটিতে প্রথমদিন টসের আগে থেকে শুরু করে কয়েক ঘণ্টা ইডেনে উপস্থিত থাকার কথা রয়েছে শেখ হাসিনার।

অল্প সময়ের জন্য হলেও শেখ হাসিনার জন্য আয়োজন করা হয়েছে রাজকীয় ভোজ। জানা গেছে ৫০ পদের আইটেম রাখা হবে তার জন্য। কী থাকবে সেই মধ্যাহ্নভোজে?
ভারতীয় দৈনিক এই সময়ের প্রতিবেদন মতে, গঙ্গার ইলিশ, পাবদা সর্ষে, ভেটকি পাতুরি, ডাব চিংড়ি- মাছের এই পদগুলো ছাড়াও দুই বাংলার প্রথা মাফিক সবরকম জনপ্রিয় পদই থাকবে অতিথি আপ্যায়নে। যার মধ্যে থাকছে শুক্তো, আলু পোস্ত, ফুলকপির রোস্ট, ছানার ডালনাসহ অন্তত ৫০’র বেশি পদ। এছাড়া ভাত, রুটি, পোলাও, পায়েস, চাটনির মতো পদগুলি তো থাকছেই।
আর এসব মেন্যু চূড়ান্তভাবে ঠিক করবেন বিসিসিআইয়ের নতুন সভাপতি ও সিএবির সাবেক প্রধান সৌরভ গাঙ্গুলি।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।