fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

রবিবার, ৫ই এপ্রিল, ২০২০; ২২শে চৈত্র, ১৪২৬; ১১ই শাবান, ১৪৪১
হোম আন্তর্জাতিক দেশে আরও ৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত
দেশে আরও ৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত

দেশে আরও ৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত

22
0

দেশে আরও ৪ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।

চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত এক বয়স্ক ব্যক্তির। আজ দুপুর সাড়ে ৩টার কিছু পর এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, মৃত ব্যক্তি বিদেশ থেকে আসেন নি বা এর মধ্যে বিদেশেও যাননি। তিনি বিদেশ থাকা আসা একজনের সংস্পর্শে এসেছিলেন। তিনি আজই মারা গেছেন। তার মৃত্যু নিয়ে বিস্তারিত বলতে চাইছি না। যথাযথ প্রটোকল মেনে ভাইরাস না ছড়ানোর মতো করে তার লাশ দাফন করা হবে।

এর আগে, গতকাল মঙ্গলবার ২ জনসহ মোট ১০ জন করোনা আক্রান্ত থাকার কথা জানিয়েছিল আইইডিসিআর। আজকের ৪ জনসহ মোট ১৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্তের কথা জানিয়েছে সংস্থাটি। মোট ১৬ জনকে আইসোলেশনে রাখা হয়েছে বলে জানিয়েছেন ডা. মীরাজাদি সেব্রিনা ফ্লোরা।

(22)

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।