fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

মঙ্গলবার, ২৬শে মে, ২০২০; ১২ই জ্যৈষ্ঠ, ১৪২৭; ২রা শাওয়াল, ১৪৪১
হোম অন্যান্য ট্রাকচাপায় অটোরিকশার তিন আরোহী নিহত
ট্রাকচাপায় অটোরিকশার তিন আরোহী নিহত

ট্রাকচাপায় অটোরিকশার তিন আরোহী নিহত

0

ময়মনসিংহের তারাকান্দায় সকালে ঘন কুয়াশার মধ্যে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার শশার বাজার এলাকায় ময়মনসিংহ-ফুলপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে অটোরিকশা চালকের নাম জানা গেছে। তিনি হলেন তারাকান্দা উপজেলার আউটদার গ্রামের ইউনুস আলীর ছেলে রুবেল মিয়া (২৩)। তাৎক্ষণিকভাবে বাকিদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

তারাকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সকালে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী নিয়ে ময়মনসিংহ যাচ্ছিলেন রুবেল মিয়া। পথে হালুয়াঘাটগামী একটি ট্রাক শশার বাজার এলাকায় অটোরিকশাটিকে চাপা দিলে চালক রুবেল মিয়া ও দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শীতের সকালে ঘন কুয়াশার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।