fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২০; ২২শে শ্রাবণ, ১৪২৭; ১৫ই জিলহজ্জ, ১৪৪১
হোম অন্যান্য টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে নৌকার ৫ যাত্রীর মৃত্যু
টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে নৌকার ৫ যাত্রীর মৃত্যু

টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে নৌকার ৫ যাত্রীর মৃত্যু

0

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় নৌকাডুবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার গিলাবাড়ী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

মৃতরা হলেন- নৌকার মাঝি তাইজ উদ্দিন (৫০), জমেলা বেগম (৬০) ও তার ছেলে হামিদুর রহমান রনো (৩৫), রুমা বেগম (৩২) এবং শাহ আলম (২৫)। মরদেহগুলো উদ্ধার করে গিলাবাড়ি বাজার এলাকায় রাখা হয়েছে।

কাউলজানি ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য রুবেল মিয়া বলেন, সখীপুরের দাঁড়িয়াপুর থেকে বাসাইলের গিলাবাড়ী গ্রামে নৌকাটি যাচ্ছিল। এটি গিলাবাড়ী বাজার এলাকায় পৌঁছালে বিলের মধ্যে থাকা বিদ্যুতের তারের সঙ্গে নৌকার মাঝি তাইজ উদ্দিনের স্পর্শ লাগে। এসময় যাত্রীদের হুড়োহুড়িতে নৌকাটি ডুবে যায়। পরে ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও কতজন নিখোঁজ রয়েছেন তা বলা যাচ্ছে না।

বাসাইল ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান শফিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়েই ঘটনাস্থলে ডুবুরি দল পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো যাবে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।