fbpx
হোম রাজনীতি জিএম কাদের জাপার চেয়ারম্যান নন : রওশন এরশাদ
জিএম কাদের জাপার চেয়ারম্যান নন : রওশন এরশাদ

জিএম কাদের জাপার চেয়ারম্যান নন : রওশন এরশাদ

22
0

দলীয় ফোরামে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত জিএম কাদের চেয়ারম্যান ব্যবহার করা থেকে বিরত থাকবেন বলে জানিয়েছেন সদ্য প্রয়াত হুসাইন মুহম্মদ এরশাদের স্ত্রী ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ।

সোমবার রাতে জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ এমপি তার প্যাডে হাতে লেখা এক বিবৃতিতে এ কথা বলেন।

বিবৃতিতে বলেন, জিএম কাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন। তিনি দলীয় ফোরামে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন। কিন্তু হুট করে আলাপ আলোচনা ছাড়া তাকে নতুন চেয়ারম্যান ঘোষণা হঠকারি সিদ্ধান্ত, কারণ তাকে জাপার চেয়ারম্যান করার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

গত ১৮জুলাই এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির নতুন চেয়ারম্যান জিএম কাদেরকে ঘোষনা করে বিবৃতি দেয়া হয়।

(22)

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।