fbpx
হোম অন্যান্য করোনায় ঝুঁকির মুখে রোহিঙ্গা ক্যাম্প
করোনায় ঝুঁকির মুখে রোহিঙ্গা ক্যাম্প

করোনায় ঝুঁকির মুখে রোহিঙ্গা ক্যাম্প

0

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে জরুরী সেবা ছাড়া সব কার্যক্রম স্থগিত করেছে আরআরআরসি কর্তৃপক্ষ।

বুধবার থেকে জরুরী স্বাস্থ্যসেবা সচল থাকলেও বন্ধ থাকবে ক্যাম্পের যাবতীয় কার্যক্রম। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মাহবুবুল আলম তালুকদার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে মিয়ানমারে দুই জন নভেল করোনা ভাইরাস রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্যমন্ত্রনালয়। এতোদিন পর্যন্ত মিয়ানমারই ছিল বিশ্বের সবচেয়ে জনবহুল রাষ্ট্র যারা বলে আসছিল, তাদের দেশে কোনো করোনা ভাইরাস আক্রান্ত নেই। চীনের সঙ্গে দীর্ঘ সীমান্ত থাকার পরও এমন দাবি করছিল তারা।

রোহিঙ্গাদের সুত্র জানায়, ঘিঞ্জি ক্যাম্পের ভেতর লাখ লাখ রোহিঙ্গার বাসস্থান। প্রতিটি স্যাঁতসেঁতে ঘরে প্রায় ৮ থেকে ১৫ জন রোহিঙ্গা বসবাস করে। পৃথিবীর সর্ববৃহৎ এই ক্যাম্পে করোনা ভাইরাস সংক্রমিত হলে এরচেয়ে ভয়াবহ আর কিছু হবেনা।

অপরদিকে কক্সবাজার জেলায় ১ম করোনা রোগী শণাক্ত হয়েছে গত মঙ্গলবার। আইইডিসিআর’র টেস্ট রিপোর্ট অনুসারে সৌদি ফেরত এক বৃদ্ধার দেহে করোনা ভাইরাসের উপস্থিতি দেখা গেছে। ওই রোগীকে পার্সোনাল প্রোটেক্টিভ ইক্যুপমেন্ট (পিপিই) ছাড়া সেবা দেওয়ায় করোনা সংক্রমণের ঝুঁকিতে পড়েছেন কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসক-নার্সসহ অন্তত ২২ জন। তাদের হোম কোয়ারেন্টোইনে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *