fbpx
হোম আন্তর্জাতিক ৪ বছর পর সৌদি যাচ্ছেন এরদোগান
৪ বছর পর সৌদি যাচ্ছেন এরদোগান

৪ বছর পর সৌদি যাচ্ছেন এরদোগান

0

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান আগামী ফেব্রুয়ারিতে সৌদি আরব সফরের ঘোষণা দিয়েছেন। উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্দেশ্যে তিনি এই সফর করবেন।

যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম মিডেল ইস্ট মনিটরের খবরে বলা হয়েছে, সোমবার ইস্তান্বুলে এক বৈঠকে অংশ নেওয়ার পর তুরস্কের প্রেসিডেন্ট ২০২১ সালে বৈদেশিক বাণিজ্যের প্রাথমিকভাবে এগিয়ে নেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি সৌদি আরবের সঙ্গে আগামী মাসে ব্যবসা নিয়ে আলোচনার কথা জানান। এক দশক উত্তেজনার পর আঙ্কারা এবং রিয়াদ সাম্প্রতিক মাসগুলোতে কূটনৈতিক টানাপোড়েন মীমাংসার চেষ্টা করছে।

এ সময় এরদোগান বলেন, আমারা ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করছি। কিন্তু আমাদের কথা দেয়া হয়েছে এবং আমি নিশ্চয়ই ফেব্রুয়ারিতে সৌদি সফরে যাবো।

২০১৮ সালে সৌদি আরবের ইস্তান্বুল কনস্যুলেটে সৌদি সরকারের সমালোচক সাংবাদিক জামাল খাশোগি হত্যার পর দুই দেশের সম্পর্কের চূড়ান্ত অবনতি ঘটে।

এ ছাড়া তুরস্ক মিসর এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেও পুনরায় সম্পর্ক গড়তে অগ্রসর হয়েছে।
২০২১ সালের মে মাসে তুরস্ক আলোচনার জন্য সৌদি আরবে একটি প্রতিনিধি দল পাঠায়। পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগ্লু রিয়াদে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে সাক্ষাৎ করেন।

অনানুষ্ঠানিক এ অবরোধ এড়াতে তুরস্কের রপ্তানিকারকরা খাদ্য, পোশাক এবং অন্যান্য পণ্যগুলো ভিন্ন জায়গায় রপ্তানি শুরু করে।

প্রসঙ্গত, সর্বশেষ ২০১৭ সালে সৌদি আরব সফর করেন তুর্কি প্রেসিডেন্ট।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *