fbpx
হোম বিনোদন পাল্টাপাল্টি বক্তব্যে এফডিসিতে ভাটা পড়েছে নির্বাচনি আমেজ
পাল্টাপাল্টি বক্তব্যে এফডিসিতে ভাটা পড়েছে নির্বাচনি আমেজ

পাল্টাপাল্টি বক্তব্যে এফডিসিতে ভাটা পড়েছে নির্বাচনি আমেজ

0

মিশা সওদাগর ও জায়েদ খান পরিষদ এবং স্বতন্ত্রের পাল্টাপাটি অভিযোগে ভাটা পড়েছে বাংলাদেশ চলচিত্র শিল্পী সমিতির নির্বাচনি আমেজ।

বুধবার (১৬ অক্টোবর) বিকেলের পর থেকে চলচিত্র শিল্পীদের মিলন স্থান এফডিসিতে আগামী ২৫ অক্টোবর নির্বাচনকে ঘিরে হয়েছে দোষারপের বক্তব্য। সন্ধা ৭টায় মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেলের সংবাদ সম্মেলনের আগে এফডিসি প্রাঙ্গনে চলচিত্র নায়িকা মৌসুমীর বিষয়ে স্বামী নায়ক ওমর সানী প্রশ্ন তুলেন নির্বাচনে নায়ক জায়েদ খানের বৈধতা নিয়ে।
বলেন, যদি এ ক্যাটাগরি দেখা হয় তাহলে জায়েদ খানও যায়না। তিনি ড্যানি রাজ কর্তৃক মৌসুমী অপমানিত এবং অনেক সিনিয়র অভিনেতা ভোটার থেকে বাদ পড়ার বিষয়টি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। পরে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মৌসুমীর পক্ষে সমর্থনকারীরা এফডিসি প্রাঙ্গনে মিছিল করেন। তার পরে পরে মিশা সওদাগর ও জায়েদ খানের প্যানেলও মিছিল করেন। পরে সংবাদ সম্মেলনে মিশা সওদাগর এ বিষয়ে বলেন, সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী মৌসুমী অপমানিত বোধ করায় আমি নিজে থেকে বিষয়টি সমাধান করার জন্য নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চনের কাছে যাই। পরে সেখানে তার সমাধানও হয়। এছাড়াও ব্রিফিংয়ে নির্বাচন কমিশন বরাবর চিঠির উদ্ধৃতি দিয়ে অপ্রীতিকর ঘটনার জন্য নিন্দা জ্ঞাপন করেন।

অপরদিকে নির্বাচন নিয়ে লিগ্যাল নোটিশের বিষয়ে চেঞ্চ টিভি ডট প্রেসের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না।
এফডিসিতে উপস্থিত অনেকের মধ্যে চিত্রনায়ক ইমন খান, আলেকজান্ডার, মাসুম আজিজ,অঞ্জনা, রোজিনা ছাড়াও আরও অনেকে নির্বাচন নিয়ে যে পরিবেশ তৈরী হয়েছে এতে করে তারা সন্তোষ প্রকাশ করলেও মৌসুমীর বিষয়টিতে কিছুটা হতাশাও ব্যক্ত করেন। ভোটারদের চাওয়া সবমিলে যেন নির্বাচনি আমেজ বজায় থাকে এবং কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আর না ঘটে যার ফলে চলচিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে সকলে বিব্রতবোধ করে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *