fbpx
হোম আন্তর্জাতিক খ্রিস্টান ধর্মে পূর্ণ বিশ্বাসী ইথিওপিয়ার প্রধানমন্ত্রী নোবেল বিজয়ী আবি আহমেদ
খ্রিস্টান ধর্মে পূর্ণ বিশ্বাসী ইথিওপিয়ার প্রধানমন্ত্রী নোবেল বিজয়ী আবি আহমেদ

খ্রিস্টান ধর্মে পূর্ণ বিশ্বাসী ইথিওপিয়ার প্রধানমন্ত্রী নোবেল বিজয়ী আবি আহমেদ

0

এবার শান্তিতে নোবেল পেলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী  আবি আহমেদ  আলি। নাম দেখে অনেকেই ভেবেছিলেন তিনি  ইসলাম ধর্মের অনুসারী । কিন্তু না, আবি আহমেদ  আলি খ্রিস্টান ধর্ম ও ঈশ্বরে বিশ্বাসী একজন মানুষ।

আবি ১৫ আগস্ট ১৯৭৬ সালে ইথিওপিয়ার অরোমিয়া এলাকার বিশাসাতে জন্মগ্রহণ করেন। তার বাবা আহমেদ আলি ছিলেন মুসলমান অরোমু সম্প্রদায়ের লোক। আর তার চার স্ত্রীর মধ্যে আবির মা তিজিটা ওল্ডে ছিলেন খ্রিস্টান আমহারা সম্প্রদায়ের।আবি তার বাবার ১৩তম সন্তান  এবং তার মায়ের ৬ষ্ঠ ও ছোট সন্তান। শৈশবে তার নাম ছিলো আবিয়ত (Abiyot) (ইংরেজিতে বিপ্লব)। আবি লেখাপড়ার প্রতি বেশ আগ্রহী ছিলেন, যেটি পরবর্তীতে তাকে অন্যান্য শিক্ষায় ও উন্নতিতে সহায়তা করেছিলো।

তিনি ইথিওপিয়ার আকসুম শহরে মসজিদ প্রতিষ্ঠা নিষিদ্ধ করেন এবং ঘোষণা দেন যে, যেহেতু মক্কা ও মদীনায় অন্য ধর্মের কোন উপাসনালয় নেই, সুতরাং আকসুমেও থাকবেনা।

ক্ষমতায় আসার পর চার মাসে প্রধানমন্ত্রী আবি এখনো কোনো মিডিয়াকে সাক্ষাতকার দেননি। বেসরকারি মিডিয়াগুলোর জন্য সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণও কিছুদিনের জন্য বন্ধ ছিল। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন তাকে বারবার সাক্ষাতকার দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে, কিন্তু তিনি কোনো জবাব দেননি।

তিনি ক্ষমতায় আসার পরও সংখ্যালঘু গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ ও খুনোখুনির ঘটনা ঘটেছে।

হিউম্যান রাইটস ওয়াচের আফ্রিকা বিভাগের পরিচালক মারিয়া বার্নেট বলেন, ‘সরকারকে এসব সংঘর্ষ-সংঘাতের দিকে বেশি নজর দিতে হবে।’

ক্ষমতায় এসেই আগের সরকারগুলোর সময়ে রাজনৈতিক বন্দীদের ওপর চালানো নির্যাতনের জন্য ক্ষমা চেয়েছেন আবি। কিন্তু এসব ঘটনায় যারা জড়িত, তাদের বিচারের মুখোমুখি করার কোনো ঘোষণা তিনি দেননি।

আজকের যে ‘ইথিওপিয়া’ সেটাই হাবশা এবং আবিসিনিয়া। বেলাল রা. এখানকারই লোক ছিলেন। ইসলামের প্রতি প্রথম কূটনৈতিক সমর্থন জানিয়েছিল ইথিওপিয়ার শাসক। ইসলামের প্রথম হিজরতকারী দল ইথিওপিয়ায় রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেন, সেটাও নবী সা. এর নবুওয়্যাতের মাত্র ৪ বা ৫ বছরের মাথায়। এমন এক সময়ে যখন এরকম কিছু মুসলমানদের জন্য স্বস্তির ছিল।

২১ মার্চ ১৯৭৫ সাল, আজ থেকে প্রায় ৪৪ বছর আগে, এই ইথোপিয়ান সম্রাজ্য দেশটির তৎকালীন বাম সরকারের সেনাবাহিনী ভেঙে দেয়। সম্রাটকে ক্ষমতাচ্যুত করা হয়। আর যুবরাজও কিছুকাল পরে হত্যার শিকার হন। এর মধ্য দিয়ে ৩ হাজারের বেশিকাল ধরে চলে আসা ইথিওপিয়ান সম্রাজ্য সমাপ্তিতে পৌছায়। এখনও গণতান্ত্রিক ইথিওপিয়ায় মার্ক্স ও লেনিনবাদী আদর্শের জোট ক্ষমতায়। বিপ্লবের নামে সেখানেও গণহত্যা হয়েছে এককালে। তবে সেই রাজতান্ত্রিক সম্রাটশাসিত ইথিওপিয়ার থেকে গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, সেক্যুলার বামদের ইথিওপিয়ায় আরও বেশি জুলুম আর নির্যাতনের শিকার মুসলমানরা।

মুসলিমরা সম্রাট শাসিত ইথোপিয়ায় মুসলিম ফ্যামিলি ল’ ও অন্যসব আইনের যে অবাধ ব্যবহারের সুযোগ পেত তা কেবল বাম সরকার বন্ধই করে নি, বরং দ্বিতীয় বৃহত্তম এই জনগোষ্ঠীটি এক রকম জাতিগত নিপীড়ন আর নির্মূল প্রচেষ্টার শিকার কেবলমাত্র নিজেদের ধর্মীয় পরিচয়ের কারণে।

যে ইথিওপিয়ার এত গভীর ও চমৎকার সাম্য ও ন্যায়ের ইতিহাস আছে, সে ইথিওপিয়ায় মুসলমান তরুণদের ক্ষুব্ধ স্লোগান এখন, “Call me terroist but I defend my religion.’ ‘আমাকে জঙ্গি বলো, তবুও আমি আমার ধর্মের পথেই’। সন্ত্রাসবাদের স্লোগান তুলে ইথোপিয়াতেও ইসলামের বিরদ্ধে লড়াই কতটা প্রকট তা এ থেকেই এটা আন্দাজ করা যায়।

আবি আহমাদ আলী যেমন তার দলকে মার্ক্সিস্ট ধারা থেকে সংস্কারবাদী বামধারার দিকে পোক্ত অবস্থানে এনে দাঁড় করিয়েছে তেমনি পশ্চিমা বিশ্বের ওয়ার অন টেরর প্রকল্পের অন্যতম আফ্রিকান মিত্র হয়ে উঠেছে। ওয়ার অন টেররের নামে মুসলিম নির্যাতনের যে প্রকল্প তাতে ইথিওপিয়ায় ওরোমো জনগোষ্ঠীর মুসলিমরাই প্রধান লক্ষ্য। ওরোমোরাই ইথিওপিয়ার সবচে’ বড়ো নৃতাত্ত্বিক গোষ্ঠী। ওরোমোদের ষাটভাগ মুসলিম আর বাকি ৪০ ভাগ খ্রিস্টান। সর্ববৃহৎ এই ইথিওপীয় গোষ্ঠীর মুসলিম চরিত্র মুছে দিয়ে সামগ্রিকভাবে খ্রিস্টান পরিচয়ে আবির্ভূত করার যে নয়া ক্রুসেড ইথিওপিয়ায় চলছে আবি আহমাদ আলী তাঁরই প্রধান বরকন্দাজ। সে নিজেও ওরোমো মুসলিম ছিল। ধর্ম বদল করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছে এবং খ্রিস্ট ধর্ম প্রচারেও কাজ করে এমন বহুসংগঠনের দায়িত্বে রয়েছেন।

আফ্রিকায় মসজিদগুলোকে দখল করে চার্চে রূপান্তরিত করা, মুসলমানদের উপর জাতিগত নিধন ও নির্যাতনের যে পশ্চিমা কলোনির ইতিহাস আবি আহমাদ সেই কলোনি শাসনেরই পোস্ট মডার্ন রূপ। এই ‘ইথিওপিয়া’ ইসলাম ও মুসলমানের প্রেক্ষিতে গণতন্ত্র, বামপন্থা, সেক্যুলারিজম, জঙ্গিবাদ, পশ্চিমা পিস তথা শান্তি প্রকল্প এবং সাম্প্রদায়িকতা এইসব টার্ম বুঝতে প্রকৃষ্ট উদাহরণ হতে পারে।

 

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *