fbpx
হোম বিনোদন কিভাবে হলেন চলচ্চিত্র পরিচালক থেকে হোটেল বয়, সাক্ষাৎকারে অরণ্য পলাশ

কিভাবে হলেন চলচ্চিত্র পরিচালক থেকে হোটেল বয়, সাক্ষাৎকারে অরণ্য পলাশ

0

৬ বন্ধু মিলে দেশপ্রেমের একটি সিনেমা ‘গন্তব্য।’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কালজয়ী ৭ মার্চের ভাষণ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মান করেছেন এই ছবি। মুল চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস ও আইরিনসহ অন্যান্য অভিনেতারা।

চেঞ্জ টিভি. প্রেসের সাক্ষাৎকারে তিনি জানান তার জীবনের গল্প। জানালেন, ছবি নির্মান করতে গিয়ে নানা সমস্যা ও অসহায়ত্বের কথা।
বলেন, ছবিটি নির্মান কাজে হোটেল ভাড়া দিতে হিমশিম খেলে আটকে দিয়েছিল হোটেল মালিক।
সেই গন্তব্য ছবি নির্মান করতে বিক্রি করতে হয়েছিল জমি, এমনকি নিজের এবং স্ত্রীর মুল্যবান জিনিসপত্র।

তিনি আরও জানান, সব কষ্ট ত্যাগ করে যখন সবশেষ ছবিটি নির্মান শেষ হলো তখন আর মুক্তি দিতে পারেননি মুক্তিযুদ্ধ ও দেশকে তুলে আনার ব্যতিক্রমী গল্পের এই সিনেমাটি। মুলত অর্থের অভাবে ছবিটি মুক্তি দিতে না পেরে , জীবন ধারণের জন্য শেষ পর্যন্ত বাধ্য হয়েই রাজধানীর মিরপুরের একটি হোটেলে বয় হিসেবে কাজ নেন অরণ্য পলাশ।

তিনি তার নিঃস্ব হওয়ার ঘটনা বলতে গিয়ে উঠে আসে আর এক গন্তব্যের মধ্যে পরে গেলেন কিভাবে। যে স্বপ্ন নিয়ে তিনি চলচ্চিত্র অঙ্গনে নেমেছিলেন তা মনে হলে কেঁদে ফেলেন বারবার।

চেঞ্জ টিভির মাধ্যমে এই অবস্থা থেকে পরিত্রান পেতে তিনি সরকারের সহযোগিতা কামনা করেন।
আশা ব্যক্ত করেন, ছবিটি মুক্তি পেলে দর্শকদের ভিতরে দেশকে নিয়ে নির্মান করা সিনেমাটি দেশপ্রেমের অন্যরকম একটা অনুভূতি দেবে।

সাক্ষাৎকার নিয়ে একটি বিশেষ প্রতিবেদন দেখুন এই লিংকে..

https://m.youtube.com/watch?v=sYHPJuEiprE&feature=youtu.be

Like
Like Love Haha Wow Sad Angry
21

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *