fbpx
হোম বিনোদন আইয়ুব বাচ্চু বেঁচে থাকবেন সবার হৃদয়ে
আইয়ুব বাচ্চু বেঁচে থাকবেন সবার হৃদয়ে

আইয়ুব বাচ্চু বেঁচে থাকবেন সবার হৃদয়ে

0

ব্যান্ড সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চুর আজ প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছরের এই দিনে পৃথিবী ছেড়ে হঠাৎ করেই বিদায় নিয়েছিলেন এই জনপ্রিয় ব্যান্ড সঙ্গীতশিল্পী।

হঠাৎ করে তার চলে যাওয়া কখনোই মেনে নিতে পারেননি তার ভক্তশ্রোতা থেকে শুরু করে সঙ্গীত জগতের কিংবদন্তীরা। সত্যি সত্যি রুপালী গিটার ছেড়ে পৃথিবী থেকে বিদায় নেয়ার মুহুর্তটা যেন এমনি হবে জন্যে বিখ্যাত সেই ‘রুপালী গিটার’ গান আজ অমর হয়ে থাকলো। যে দিনটিতে তিনি পৃথিবীর মায়া ছেড়ে সবাইকে কাঁদিয়ে চলে যান, ঠিক তার আগের দিনে শেষ কনসার্টটি করেন রংপুর শহরে। পরের দিন এমন খবর যেন গোটা বাংলাদেশকে শোকে ভাসিয়ে দিলো।

আজকের এই দিনটি স্মরণে সহযোদ্ধা সঙ্গীতশিল্পীরা রাজধানীর মগবাজারের এক কমিউনিটি সেন্টারে দোয়া মাহফিল ও মেজবানের আয়োজন করেছেন। এছাড়াও সারাদেশে ভক্তশ্রোতারা বিভিন্নভাবে কর্মসূচী পালনের মধ্য দিয়ে স্বরণ করছে তাকে।
প্রয়াত এ শিল্পীর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা ব্যক্ত করছে চেঞ্জ টিভি ডট প্রেস এর পরিবার।

প্রয়াত এ শিল্পীর ১৯৯১ সালে গঠিত ব্যান্ডদলের নাম এলআরবি (লাভ রানস ব্লাইন্ড)। বেঁচে থাকার দুই দিন আগে এলআরবির উত্তরসূরী নিয়ে কথা ওঠার দু’দিন পরেই পৃথিবী ছেড়ে চলে গেলেন তিনি। আজ তার রেখে যাওয়া এলআরবি নিয়ে এখনো কোন সমাধান হয়নি। গানের মালিক, এলআরবির উত্তরসূরী ইত্যাদি বিষয়ে সদস্যদের ভিতরে চলছে নানা সমস্যা। আইয়ুব বাচ্চু স্মরণে তার নিজ শহর চট্টগ্রামের প্রবর্তক মোড়ে তৈরি করা হয়েছে রুপালী গিটার। যেখানে শোভা পাচ্ছে আইয়ুব বাচ্চুর স্মৃতিচারণে একটি বিশাল গিটার।

আইয়ুব বাচ্চুর ডাক নাম ছিল রবিন। সবাই তাকে এবি নামেও ডাকত।
তিনি শুধু গানই করেননি, একাধারে লিডগিটারিস্ট, গীতিকার, সুরকার ও প্লেব্যাক শিল্পী হিসেবেও কাজ করেছেন। এলআরবি ব্যান্ড তিনি ছাড়া ভিন্ন কোন চিন্তাই করতো না।
প্রায় দশ বছর সোলস ব্যান্ডে লিড গিটারিস্ট হিসেবে যুক্ত ছিলেন। সঙ্গীতজগতে তার যাত্রা শুরু হয় ফিলিংসের মাধ্যমে ১৯৭৮ সালে।
রক ঘরানার কন্ঠের অধিকারী হলেও আধুনিক গান, ক্লাসিকাল এবং লোকগীতি দিয়েও শ্রোতাদের মুগ্ধ করেছেন তিনি।

আইয়ুব বাচ্চু ১৯৬২ সালের ১৬ আগস্ট তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন।

‘চলো বদলে যাই, রুপালী গিটার, শেষ চিঠি, ঘুম ভাঙ্গা শহরে, হকার, সুখ, অনন্ত প্রেম তুমি দাও আমাকে, আমিও মানুষ, কষ্ট পেতে ভালোবাসি ছাড়াও অসংখ্য জনপ্রিয় গানের মধ্য দিয়ে বিখ্যাত হয়েছিলেন আইয়ুব বাচ্চু।
বিশেষ করে ‘সুখ’ নামের এ্যালবামের মাধ্যমে বিশেষ খ্যাতি অর্জন করেন তিনি। এবং এটিকে সেরা এ্যালবাম হিসেবে অভিহিত করা হয়।

আজকের এই দিনে তাকে শ্রদ্ধাভরে স্বরণ করছে তার ভক্তকুল ও শুভাকাঙ্ক্ষীরা। কিংবদন্তী এই মানুষটাকে তার গানের মাধ্যমে মনের মনিকোঠায় রেখেছে লাখো কোটি শ্রোতা। তিনি বেঁচে থাকবেন সবার হৃদয়ে। বিখ্যাত হয়ে থাকবেন সঙ্গীত প্রিয় মানুষদের কাছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *