fbpx
হোম অনুসন্ধান হাসপাতালের কেবিনে শুয়ে বসে আরামে আছেন জিকে শামীম
হাসপাতালের কেবিনে শুয়ে বসে আরামে আছেন জিকে শামীম

হাসপাতালের কেবিনে শুয়ে বসে আরামে আছেন জিকে শামীম

0

এস এম গোলাম কিবরিয়া শামীম ।  পরিচিত  জিকে শামীম নামে । মাফিয়া ঠিকাদার হিসেবে তিনি রাজত্ব করেছেন এক দশকেরও বেশি সময়। অস্ত্র ও মাদক মামলায় গ্রেফতার হওয়া বিতর্কিত এই ঠিকাদারের দিন কাটছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের প্রিজন কেবিনে শুয়ে, বসে, আরামে । গুরুতর রোগী না হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিপত্র নিয়ে ৪৮ দিন ধরে হাসপাতালের কেবিনে রয়েছেন তিনি।

গত ৫ এপ্রিল দুপুর ১টা ২০ মিনিটে বিএসএমএমইউতে ভর্তি হন ৫৫ বছর বয়সী জিকে শামীম। হাসপাতালের আবাসিক চিকিৎসক ও ইন্টারনাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. হাসান ইমামের স্বাক্ষরিত রোগীর ব্যবস্থাপনাপত্রে জিকে শামীমকে ভর্তি করা হয়। ভর্তির পর তিনি পান ভিআইপি কেবিন সুবিধা । বিএসএমএমইউ’র PC-2D বেডে স্থান দেওয়া হয় জি কে শামীমকে। ব্যবস্থাপনাপত্রে কোনো রোগের নাম উল্লেখ করা না থাকলেও জিকে শামীমকে অর্থোপেডিক্স বিভাগের আওতায় ভর্তি করা হয়।

জানা গেছে, জিকে শামীমের  ডায়াবেটিস আছে। প্রতিনিয়ত তিনি ডায়াবেটিসের ওষুধ নিয়ে থাকেন। এর বাইরে প্রেশারও রয়েছে তার। তবে গুরুতর অভিযোগে বিচারাধীন মামলার একজন আসামী এভাবে ভিআইপি সুবিধা নিয়ে হাসপাতালে অবস্থান করতে পারেন কি না এ বিষয়ে চেঞ্জ টিভি’র পক্ষ থেকে প্রশ্ন করা হলে কোনো ধরনের উত্তর পাওয়া যায়নি কর্তৃপক্ষের ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *