fbpx
হোম বিনোদন শো-বিজ’র ৯৯ ভাগ তারকা ধান্দাবাজ: আসিফ আকবর
শো-বিজ’র ৯৯ ভাগ তারকা ধান্দাবাজ: আসিফ আকবর

শো-বিজ’র ৯৯ ভাগ তারকা ধান্দাবাজ: আসিফ আকবর

0
বাংলাদেশের শিল্পীরা কেনো সম্মান পায়না এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে কণ্ঠশিল্পী আসিফ আকবর শো-বিজ’র ৯৯ ভাগ শিল্পীকে ধান্দাবাজ বলে আখ্যায়িত করেছেন। সম্প্রতি ফেসবুকে এনিয়ে একটি লেখা পোস্ট করেন শিল্পী আসিফ।
তিনি লেখেন, পাশের দেশ ইন্ডিয়ায় মানুষ যেখানে শিল্পীদের দেবতার মত শ্রদ্ধা করে বাংলাদেশে হয় ঠিক তার উল্টো। সীমানার তিনদিকে অবস্থিত ইন্ডিয়া থেকে মুভি গান নাটক চাল ডাল বানের পানি অস্ত্র ড্রাগ লাশ করোনা সবই এই দেশে এসেছে। আসেনি শুধু শিল্পী এবং শিল্পীর প্রতি সৌজন্যতাবোধ।
বলেন, তারকারা মিডিয়ার অবিচ্ছেদ্য অংশ। ফেসবুক আসার পর প্রাইভেসী আর সিক্রেসী শব্দগুলো খুল্লামখুল্লা হয়ে গেছে। একসময় তারকাদের খবর পাওয়ার জন্য মানুষ উদগ্রীব হয়ে পত্রিকা টিভির আশ্রয় নিতো, এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সব সস্তা আর সহজলভ্য। তারকাদের লাইক কমেন্ট পাওয়া নিয়ে ভিক্ষাবৃত্তির কারনে সোশ্যাল মিডিয়ায় এখন সব সমান।
তিনি আরও বলেন, শিল্পীদের নিয়ে সাধারন মানুষের আগ্রহের শেষ নেই। স্বার্থপরতা আর ধান্দাবাজীর সবচেয়ে বড় খেলোয়াড়রা আসলে শো-বিজেই আছে। সোশ্যাল মিডিয়ার ধরা পরার আগ পর্যন্ত সবাই এখানে ত্রুটিহীন ফেরেশতা, এমনকি আমিও। আমাদের শো-বিজে ব্যক্তিত্ববান তারকা খুবই কম, ধান্দাবাজ ৯৯%। তারকাদের দেখতে আমারও ভাল লাগতো, এখনো লাগে। তবে সেই তারকার ব্যক্তিত্ব হতে হবে শ্রদ্ধেয় সৈয়দ আবদুল হাদী ভাই কিংবা শ্রদ্ধেয় মরহুম শাহনাজ রহমতউল্লাহ আপার মত। ব্যক্তিত্ব না থাকলে দুনিয়া কাঁপানো বড় শুয়োর কিংবা বুনো শুয়োর হলে এমনিই নেটিজেন তৈরী হয়।
তিনি তার ফেসবুক পোস্টে আরও লেখেন যে, আমি ঝুঁকি নেয়া একজন সাধারন মানুষ থেকে তথাকথিত তারকা আসিফ। সরলতা মেধা বুদ্ধিমত্তা সাহস আমার আসল সম্পদ, তারকা খ্যাতি নয়। সোজা চলি সোজা ভাবি সোজা বলি- এটাই আমার ষ্টাইল। আমার সোজা কথা কারো ভাল লাগেনা, আবার তারা মুখোমুখি হবার সাহসও রাখেনা। মামলাবাজ শুয়োরদের কথা অবশ্য আলাদা। স্নেহের রাব্বীর গাওয়া গানটা আমার গর্ধব হেটার্সদের জন্য উৎস্বর্গ করছি – আমিতো ভালা না ভালা লইয়া থাইকো।
Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *