fbpx
হোম আন্তর্জাতিক লাদাখে ভয়ঙ্কর হেলিকপ্টার পাঠাচ্ছে ভারত !
লাদাখে ভয়ঙ্কর হেলিকপ্টার পাঠাচ্ছে ভারত !

লাদাখে ভয়ঙ্কর হেলিকপ্টার পাঠাচ্ছে ভারত !

0

ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ঘাতক মাউন্টেন ফোর্স, স্থলবাহিনীর পাশাপাশি শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে তৈরি আছে ভারতীয় বিমানবাহিনীও।

মিরাজ, সুখোই, মিগ-২৯ এর মতো কমব্যাট ফাইটার এয়ারক্রাফ্ট চক্কর দিচ্ছে সীমান্তে। আর সীমান্তে শক্তি আরও বাড়াতে আমেরিকার থেকে সদ্য কেনা পাঁচটি অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার পাঠানো হবে লাদাখ সীমান্তে। শুরু হয়েছে তার প্রস্তুতিও।

বিশ্বের অত্যাধুনিক মাল্টিরোল হেলিকপ্টারগুলোর মধ্যে অ্যাপাচে এএইচ-৬৪ অন্যতম। ২০১৫ সালে প্রথম বোয়িংকে ২২ টি অ্যাটাক অ্যাপাচে কপ্টারের টেন্ডার দেয় ভারত। মার্কিন সরকারের সঙ্গে কয়েক হাজার কোটি টাকার চুক্তি হয়। গত বছর ১৭টি এএইচ অ্যাপাচে-৬৪ এসে পৌঁছায় ভারতের হাতে। আরও পাঁচটি আসার কথা ছিল গত মার্চেই। কিন্তু করোনা ও লকডাউনের জেরে অ্যাপাচে পাঠাতে পারেনি বোয়িং। মে মাসে বাকি পাঁচটি অ্যাপাচে-৬৪ কপ্টার ভারতের হাতে আসে। এই পাঁচটি অ্যাপাচে পাঠানকোটের এয়ারবেসে পাঠানো হয়েছে টেস্ট-ফ্লাইটের জন্য। কিছুদিনের মধ্যেই সেগুলো লাদাখ সীমান্তে পৌঁছে যাবে।

এএইচ অ্যাপাচে-৬৪ কপ্টারকে বলা হয় বোয়িং অ্যাপাচে অ্যাটাক কপ্টার। যুদ্ধাস্ত্র বয়ে নিয়ে যেতে পারে আবার নিশানায় আঘাতও করতে পারে। এতে রয়েছে ৩০ মিলিমিটার এম২৩০ চেন গান যা মেন ল্যান্ডিং গিয়ারের মাঝে ফিট করা আছে। ১২৮টি টার্গেটকে লক্ষসীমায় আনতে পারে অ্যাপাচে। একসঙ্গে ৬৪টি নিশানায় আঘাত হানতে পারে।

অ্যাপাচের ককপিটে দুটি আসন আছে। এর আধুনিক সেন্সর রাতেও কাজ করতে পারে। যে কোনো পরিবেশে ও আবহাওয়ার পরিস্থিতিতে কাজ করতে পারে অ্যাপাচে। এই কপ্টারে আছে চার-ব্লেডের মেন রোটর ও চার-ব্লেডের টেল রোটর। আধুনিক জেনেরাল ইলেকট্রিক টি৭০০ টার্বোশ্যাফ্ট ইঞ্জিনে চলে অ্যাপাচে-৬৪। প্রতি মিনিটে ১৭৭৫ ফুট ভার্টিকল ক্লাইম্ব করতে পারে অ্যাপাচে।

সূত্র: দ্য ওয়াল।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *