fbpx
হোম আন্তর্জাতিক লাদাখে বিপুল চীনা সেনার উপস্থিতি; যুদ্ধের শঙ্কা !
লাদাখে বিপুল চীনা সেনার উপস্থিতি; যুদ্ধের শঙ্কা !

লাদাখে বিপুল চীনা সেনার উপস্থিতি; যুদ্ধের শঙ্কা !

0

উত্তেজনা কমানোর জন্য ভারত যখন আলোচনায় সমাধান খুঁজছে, ঠিক তখনই আরও ৩ ব্যাটালিয়ন সেনা মোতায়েন করলো চীন। এতে ক্রমশই পরমাণু শক্তিধর দেশ দু’টির মধ্যে যুদ্ধের শঙ্কা বাড়ছে।

ইতিমধ্যেই লাদাখের নিকটবর্তী বিমানবাহিনী ঘাঁটিতে অত্যাধুনিক জে-২০ ফাইটার জেটসহ অসংখ্য যুদ্ধ বিমান জড়ো করেছে পিএলএ। এই বিমানবাহিনীর ঘাঁটি দূরত্ব প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে মাত্র ৩১০ কিলোমিটার।

জানা যায়, প্রকৃত নিয়ন্ত্রণ রেখার রেচিন লার কাছে গত ১ সেপ্টেম্বর এক ব্যাটালিয়ন সেনা মোতায়েন করেছে চীন। পাশাপাশি আরও ২ ব্যাটালিয়ন সেনা মোতায়েন করেছে পাঙ্গুর লেকের কাছাকাছি। ওই সব সেনা চীনের ৬২ কম্বাইনড আর্মড ফোর্সের।

গত ২৯-৩০ আগস্ট ভারতীয় সেনারা রেচিন লা ও রেঝান লা এলাকা দখল করে নেয়। এই দুই এলাকা থেকে চীনের মলদো সেনাঘাঁটির ওপরে নজর রাখতে পারে ভারতীয় সেনারা।

এছাড়া গত ৭ আগস্ট ৪৫ বছরের সমঝোতা ভেঙে লাদাখে দু’পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। যদিও দু’পক্ষই পরস্পরকে আগে গুলির অভিযোগ করেছে। তারও আগে গত ১৫ জুন উভয়পক্ষের সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হয়।

তবে সম্প্রতি লাদাখের চুশুলে ৪ নম্বর মোটর ডিভিসন ও প্যাংগং লেকের পশ্চিম ৬ নম্বর মোটর ডিভিশন মোতায়েন করেছে চীন। এছাড়াও পাঙ্গুরে ট্যাংক মোতায়েন করেছে চীনা বাহিনী।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *