fbpx
হোম আন্তর্জাতিক মার্কিন নিষেধাজ্ঞা অকার্যকর করার চেষ্টা করছে রাশিয়া
মার্কিন নিষেধাজ্ঞা অকার্যকর করার চেষ্টা করছে রাশিয়া

মার্কিন নিষেধাজ্ঞা অকার্যকর করার চেষ্টা করছে রাশিয়া

0

মার্কিন সরকার দাবি করেছে, দেশটি রাশিয়ার ওপর যে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে তা পাশ কাটিয়ে নিজের অর্থনৈতিক কার্যক্রমকে সচল রাখার চেষ্টা করছে মস্কো। মার্কিন অর্থ মন্ত্রণালয় শনিবার বলেছে, ইউক্রেনে সামরিক অভিযানের জের ধরে রাশিয়ার ওপর পাশ্চাত্য যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা তুরস্কের সহযোগিতায় অকার্যকর করে দেয়ার চেষ্টা করছে মস্কো।

মার্কিন উপ অর্থমন্ত্রী ভ্যালি অ্যাডিমো তার তুর্কি সমকক্ষ ইউনুস এলিতাসের সঙ্গে সাক্ষাতে এ বিষয়টি তুলে ধরেছেন। তিনি বলেছেন, নিষেধাজ্ঞার শিকার রুশ ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো নিষেধাজ্ঞাকে পাশ কাটাতে তুরস্ককে ব্যবহার করছে। এ সময় দুই মন্ত্রী রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা পুরোপুরি কার্যকর করার উপায় নিয়ে আলোচনা করেন।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান গত ৬ আগস্ট রাশিয়া সফরে যান। তিনি সোচি শহরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাক্ষাৎ শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে দুই প্রেসিডেন্ট বলেন, এখন থেকে দ্বিপক্ষীয় বাণিজ্যে রুবল ব্যবহার করবে মস্কো ও আঙ্কারা। এই সিদ্ধান্ত কার্যকর হলে রাশিয়ার ওপর পাশ্চাত্যের আরোপিত নিষেধাজ্ঞা অনেকাংশে অকার্যকর হয়ে যাবে।

ওই যৌথ ঘোষণার জের ধরে পশ্চিমা দেশগুলো তুরস্ককে এই মর্মে সতর্ক করে দিয়েছে যে, রাশিয়াকে নিষেধাজ্ঞা অকার্যকর করার কাজে সহযোগিতা করলে আঙ্কারার বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। তবে ন্যাটো জোটের সদস্য তুরস্কের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া অতটা সহজ হবে বলে পর্যবেক্ষকরা মনে করছেন না। সূত্র: পার্সটুডে

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *