fbpx
হোম আন্তর্জাতিক ভারতের ৯৯ শতাংশ মুসলিম ধর্মান্তরিত: রামদেব
ভারতের ৯৯ শতাংশ মুসলিম ধর্মান্তরিত: রামদেব

ভারতের ৯৯ শতাংশ মুসলিম ধর্মান্তরিত: রামদেব

0

শুধু হিন্দুরা কেন, মুসলিমদেরও রাম মন্দিরের জন্য খুশি হওয়া উচিৎ। এমন মন্তব্য করেছেন ভারতের বিখ্যাত ইয়োগা গুরু বাবা রামদেব। সেই সঙ্গে তিনি বলেছেন, আমি বিশ্বাস করি যে ভারতের ৯৯ শতাংশ মুসলিম আসলে ধর্মান্তরিত।

অযোধ্যা মামলার রায়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রামদেব বলেন, অযোধ্যার অর্থই ‘অজেয়’ তাই ওই স্থানে রাম মন্দির হবে এটাই স্বাভাবিক।

অযোধ্যার রায় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রামদেব বলেন, ভারতের তো সর্বত্র ভগবান বিরাজ করে। খ্রিষ্টানদের যেমন পবিত্র ভ্যাটিকানের ক্যাথলিক চার্চ আছে। শিখদের অকাল তখত্‌ আছে। মুসলিমদের মক্কা আছে। তেমনই হিন্দুদের পবিত্রতম মন্দির হিসাবে গড়ে উঠবে অযোধ্যার রামমন্দির।

এছাড়া ভারতীয় এই ইয়োগা গুরু রাম মন্দির গড়ার ক্ষেত্রে দেশের মুসলিম সম্প্রদায়কেও এগিয়ে আসার অনুরোধ জানান।

তিনি বলেন, হতে পারে মুসলিমদের ধর্ম আলাদা কিন্তু আমাদের পূর্বপুরুষ তো একই ছিল। সেই জন্যেই ভগবান রাম একজন হিন্দুর কাছে যেমন পুজা ঠিক সেই ভাবেই একজন মুসলিমের কাছেও তিনি আদর্শ। দেশের অধিকাংশ মুসলিমই তো ধর্মান্তরিত মুসলিম। তাই দেশের মুসলিম ভাইদের সঙ্গে আমার ৯৯% ডিএনএ মিলে যাবে।

রাম মন্দির কেমন হবে, এই প্রশ্নের উত্তরে রামদেব জানান, দেশের সমস্ত সাংস্কৃতিক,ঐতিহ্য,ইতিহাস ফুটে উঠবে এই মন্দিরের স্থাপত্যে। এই মন্দিরের স্থাপত্য, ভাস্কর্য, পরিকাঠামো হার মানাবে দেশ বিদেশে বহু মন্দির,মসজিদ,গির্জার স্থাপত্যকেও।

 

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *