fbpx
হোম আন্তর্জাতিক বেফাঁস মন্তব্য করে তোপের মুখে নেপালের প্রধানমন্ত্রী !
বেফাঁস মন্তব্য করে তোপের মুখে নেপালের প্রধানমন্ত্রী !

বেফাঁস মন্তব্য করে তোপের মুখে নেপালের প্রধানমন্ত্রী !

0

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি আসল অযোধ্যা নেপালে এবং হিন্দুদের দেবতা রামচন্দ্রকে নেপালি বলে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন। এবার ভারতের মুসলিম নেতারাও ওলির মন্তব্যের বিরুদ্ধে মুখ খুললেন।

বাবরি মামলার একজন বাদি ইকবাল আনসারি বলেছেন, ওলি যা শুরু করেছেন, তাতে ভগবান হনুমানজি একবার খেপলে, আর রক্ষা নেই। গদার এক আঘাতে নেপালকে ধ্বংস করে দেবেন। যত যা-ই হোক, রাম যেখানে যান, হনুমানজি তো তাকে অনুসরণ করেন।

মুসলিম এই নেতা আরো বলেন, নেপালের প্রধানমন্ত্রী সম্ভবত দেশ এবং বিশ্বে অযোধ্যার গুরুত্ব সম্পর্কে জানেন না। সেজন্য এমন উদ্ভট মন্তব্য করেছেন। ওলি একবার অযোধ্যায় এলে, এর গুরুত্ব এবং তাৎপর্য উপলব্ধি করতে পারবেন।

উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রকাশ মৌর্যের কথায়, মানসিকভাবে দেউলিয়া হয়ে গেছেন ওলি। তার জানা উচিত, নেপাল আর্যাবর্তের অংশ ছিল। এমন মন্তব্য করার আগে জরুরি ছিল ইতিহাস পড়া।

রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধু-সন্ন্যাসীরাও ক্ষেপেছেন। তাদের প্রশ্ন, এত দিন ধরে এত লড়াই করে এখানে মন্দির কি এমনিই তৈরি করছি আমরা? সোশ্যাল মিডিয়ায় এক করসেবকের কটাক্ষ, তাহলে তো বাবরি মসজিদ ভাঙারও প্রয়োজন ছিল না। মন্দির গড়া যেত নেপালেই।

নেপালের প্রধানমন্ত্রীর মন্তব্যে ক্ষুব্ধ বিজেপি। বিজেপির মুখপাত্র বিজয় সোনকর শাস্ত্রী কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ভগবান রাম আমাদের কাছে গভীর বিশ্বাসের বিষয়। তা নিয়ে কারো ছেলেখেলা মেনে নেওয়া হবে না। তা সে তিনি নেপালের প্রধানমন্ত্রী হলেও।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *