fbpx
হোম ক্রীড়া বিপিএলের মঞ্চে কাজী নজরুলকে স্মরণ করলেন সালমান খান
বিপিএলের মঞ্চে কাজী নজরুলকে স্মরণ করলেন সালমান খান

বিপিএলের মঞ্চে কাজী নজরুলকে স্মরণ করলেন সালমান খান

0

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিবিপিএল) উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান। অনুষ্ঠান মঞ্চে কথা বলার একপর্যায়ে তিনি স্মরণ করেন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে।

 সালমান খান বলেন, ‘আমার বাবা আমাকে বলেছেন, তুমি যখন মঞ্চে উঠবে তখন একজন মানুষের নাম অবশ্যই উল্লেখ করবে। তিনি হচ্ছেন কবি কাজী নজরুল ইসলাম’। আমার বাবা তাঁর একজন বড় ভক্ত। তিনি তাঁর অধিকাংশ কবিতাই পড়েছেন।’

রবিবার রাজধানীর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিবিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তৃতায় সালমান খান স্মরণ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এই জনপ্রিয় অভিনেতা বলেন, ‘তিনি (বঙ্গবন্ধু) বাংলাদেশ তৈরি করেছেন… তিনি জাতির পিতা।’

ক্যাটরিনা কাইফ এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানোর জন্য বিবিপিএলের আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি আবারো বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *