fbpx
হোম অন্যান্য জেলা সংবাদ: নাফ নদীতে ধরা পড়ল আড়াই কেজি ওজনের ইলিশ
জেলা সংবাদ: নাফ নদীতে ধরা পড়ল আড়াই কেজি ওজনের ইলিশ

জেলা সংবাদ: নাফ নদীতে ধরা পড়ল আড়াই কেজি ওজনের ইলিশ

0

টেকনাফ সংলগ্ন নাফ নদীতে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের ইলিশ মাছ। নাফ নদীতে পেতে রাখা জালে শনিবার ভোরে মাছটি ধরা পড়ে। বড় আকৃতির মাছটি টেকনাফ বাস স্টেশন সংলগ্ন বাজারে তোলা হলে ভীড় জমান ক্রেতারা।

টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোরা গ্রামের বাসিন্দা জেলে মোহাম্মদ জাহাঙ্গীর আলমের জালে মাছটি ধরা পড়ে। জাহাঙ্গীর বলেন, শুক্রবার রাতে ইলিশ ধরার জন্য নদীতে জাল পেতে আসেন তিনি। শনিবার সকালে জাল তুলে দেখা যায়, প্রায় ৫০ টি ইলিশ মাছ ধরা পড়েছে। এর মধ্যে সবচেয়ে বড় আকারের মাছটি ওজন করে দেখা যায়, ২ কেজি ৬০০ গ্রাম। অন্যান্য মাছগুলোর ওজনও ৪০০ থেকে ৫০০ গ্রামের মতো।

জাহাঙ্গীর বলেন, প্রতি কেজি দেড় হাজার টাকা দরে আড়াই কেজি ওজনের এই মাছটির দাম চাইছি ৩ হাজার ৯০০ টাকা ও অন্যান্য মাছগুলো ৬০০ টাকা কেজি দরে বিক্রি করা হয়। জেলেরা জানান, এত বড় ইলিশ খুব কমই ধরা পড়ে।

টেকনাফের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, চলতি বছর এক থেকে দেড় কেজি ওজনের ইলিশ ধরা পড়ছে জেলেদের জালে। আজও বড় একটি ইলিশ ধরা পড়ার খবরটি পেয়েছি। সাধারণত এত বড় ইলিশের সহজে দেখা মেলেনা বলে মন্তব্য করেন তিনি।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *