fbpx
হোম আন্তর্জাতিক জার্মানির তিন মসজিদে হামলার হুমকি
জার্মানির তিন মসজিদে হামলার হুমকি

জার্মানির তিন মসজিদে হামলার হুমকি

0

জার্মানির তিনটি মসজিদে হামলার হুমকি দিয়ে একটি ই-মেইল বার্তা পাঠিয়েছে জার্মানির একটি ডানপন্থী সংগঠন।

গতকাল বৃহস্পতিবার এ হামলার ই-মেইল বার্তা পাওয়ার পরই সংশ্লিষ্ট বাহিনী ইতোমধ্যে ডগস্কোয়াড দিয়ে তৎপরতা চালাচ্ছে। ওই তিনটি মসজিদে যেতে স্থানীয় মুসল্লিদের নিষেধ করে দেয় দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

সংবাদ সংস্থা আনাদুলু জানায়, দক্ষিণ জার্মানির বেভারিয়াতে দুটি মসজিদ, পেসিং ও ফ্রেইমানের দুটি মসজিদে এবং রাইন ওয়েস্টফেলিয়া রাজ্যের উত্তরাঞ্চলের ইসারলোন শহরের একটি মসজিদে ই-মেইলে হুমকি পাঠায় একটি ডানপন্থী সংগঠন।

এ ছাড়া বৃহস্পতিবার জার্মানির কলোনি সিটিতে অবস্থিত সবচেয়ে বড় মসজিদেও একই ধরণের ই-মেইল পাঠিয়েছে সংগঠনটি।
এসব ই-মেইলে নামাজরত মুসলিমদের ওপর হামলা চালানোর হুমকি দেয়া হয়েছে। তবে তল্লাশি চালিয়ে এখন পর্যন্ত কোন আলামত পায়নি বলে জানা গেছে।

তবে স্থানীয়দের জানান, বোমা হামলা চালানোর এমন হুমকি নিছক ধাপ্পাবাজি ও ভূয়া। কিন্তু তবু নিরাপত্তার খাতিরে তিনটি মসজিদ খালি করে দেয় পুলিশ।

সাম্প্রতিক সময়ে জার্মানিতে ডানপন্থী কিছু সাম্প্রদায়িক সংগঠন মুসলিমবিরোধী অপপ্রচারে নেমেছে। এতে সেখানে মুসলিমদের প্রতি হিংসাত্মক মনোভাব বেড়ে গেছে। ফলস্বরূপ মুসলিমদের প্রতি ঘৃণামূলক হামলার ঘটনাও ঘটছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *