fbpx
হোম অন্যান্য এবার গাঁজার নির্যাস দিয়ে করোনার চিকিৎসা !
এবার গাঁজার নির্যাস দিয়ে করোনার চিকিৎসা !

এবার গাঁজার নির্যাস দিয়ে করোনার চিকিৎসা !

0

মারণ ভাইরাস করোনায় প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন। মারা যাচ্ছেন শত শত মানুষ। করোনার চিকিৎসায় এখনো কোনো ওষুধ বা ভ্যাকসিন উদ্ভাবন করা সম্ভব হয়নি। চলছে গবেষণা। পাওয়া যাচ্ছে নতুন নতুন তথ্য। আর এবার বলা হচ্ছে, করোনার চিকিৎসায় সহায়তা করতে পারে গাঁজার নির্যাস।

গাঁজা নিয়ে প্রাথমিক গবেষণাটি এখনো পিয়ার রিভিউ হয়নি। গবেষণায় ফুসফুস, অন্ত্র ও মুখের মধ্যে থাকা করোনার হোস্ট সন্ধান থেকে ভাইরাসকে কিভাবে বিরত রাখা যায় তার দিকে নজর দেওয়া হয়েছে। সেক্ষেত্রে তারা ব্যবহার করেছেন গাঁজার নির্যাস।

গবেষকদের মতে, এটি নিয়ে আরো গবেষণা করা উচিত। বিষয়টিকে আরো সফলভাবে প্রমাণ করা উচিত। এনিয়ে গবেষণায় থাকা ইগর কোভালচুক বলেন, মেডিক্লিনিক্যাল মাউথ ওয়াশগুলো দিয়ে মুখ ধোয়া, গারগলস, জেল ক্যাপস বা ইনহাল্যান্ট করে সংক্রমণের ঝুঁকি কমানো যাবে।

ডা. ইগর কোভালচুক ক্যালগারি হেরাল্ডকে জানিয়েছেন, গাঁজা করোনায় আক্রান্ত হওয়ার বেশিরভাগ রিসেপ্টারের সংখ্যা কমিয়ে দেয়। ৭৩ শতাংশ কমিয়েছে। তাই মানব শরীরে করোনার প্রবেশের সম্ভাবনা অনেক কম। প্রথমিক এক গবেষণায় এই তথ্য জানা গেছে।

কোভালচুক আরো বলেন, করোনার চিকিৎসায় আমাদের কাজ ব্যাপকভাবে প্রভাব ফেলতে পারে। কারণ এই মহামারির সময় এমন কোনো ওষুধ নেই যা ৭০ থেকে ৮০ শতাংশ সংক্রমণ কমিয়ে রাখতে পারে। কিন্তু এই বিশেষ নির্যাস পারে।

তবে কানাডিয়ান গবেষণার পাশাপাশি ইসরায়েলেও গাঁজার নির্যাস নিয়ে গবেষণা চলছে। দেশটির একদল গবেষকও কভিড -১৯- এ আক্রান্ত ব্যক্তির ক্ষতিগ্রস্থ কোষগুলোকে মেরামত করার উপায় হিসেবে গাঁজার নির্যাস ব্যবহার করতে পারবেন কি-না তা পরীক্ষা করার জন্য ক্লিনিক্যাল ট্রায়ালও শুরু করেছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন।

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *