fbpx
হোম আন্তর্জাতিক এনআরসি এবার ভারতের হরিয়ানা রাজ্যে
এনআরসি এবার ভারতের হরিয়ানা রাজ্যে

এনআরসি এবার ভারতের হরিয়ানা রাজ্যে

0

আসাম রাজ্যের পর এবার হরিয়ানাতেও এনআরসি চালুর ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। গতকাল রাজ্যের পাঁচকুলায় অবসরপ্রাপ্ত বিচারপতি এইচএস ভাল্লা এবং নৌবাহিনীর সাবেক প্রধান অ্যাডমিরাল সুনীল লাম্বার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই কথা জানান মুখ্যমন্ত্রী। এ খবর প্রকাশ করেছে ইন্ডিয়া টাইমস।

মনোহর লাল খট্টর বলেন, রাজ্য থেকে অবৈধ অভিবাসী করতে বিজেপি সরকারের পরিকল্পনা অনুযায়ী এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে কবে থেকে এ কার্যক্রম শুরু হবে তা নিশ্চিত করেনি মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, ২০১৩ সালে সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে আসামে এনআরসির কাজ শুরু হয়। তখন থেকেই গোটা প্রক্রিয়ার উপরে নজর রাখছে সুপ্রিম কোর্ট। গত ৩১ আগষ্ট এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। তালিকায় বাদ পড়েছে ১৯ লাখ মানুষ।

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *