fbpx
হোম আন্তর্জাতিক ইসরাইলের পার্লামেন্টে আজ ভাষণ দেবেন জেলেনস্কি
ইসরাইলের পার্লামেন্টে আজ ভাষণ দেবেন জেলেনস্কি

ইসরাইলের পার্লামেন্টে আজ ভাষণ দেবেন জেলেনস্কি

0

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আজ ইসরাইলি পার্লামেন্টে ভাষণ দেবেন। 

রোববার ভিডিওকলের মাধ্যমে এ ভাষণ দেবেন তিনি। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, জেলেনস্কি তার ভাষণে ইহুদিবাদের আহ্বান জানাবেন এবং রাশিয়ার সঙ্গে তার দেশ যেভাবে লড়াই করছে, তাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও জার্মানির নাৎসি বাহিনীর হামলার সঙ্গে তুলনা করবেন।

ইসরাইল ইউক্রেনের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে পাশে থাকতে অনাগ্রহী বলে মনে হচ্ছে। কারণ দেশটি রাশিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রাখার এবং সংঘর্ষে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার চেষ্টা করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই সংঘর্ষে ইসরাইল তুলনামূলকভাবে নিরপেক্ষ থাকার চেষ্টা করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়ার ল্যাপিড রুশ আগ্রাসনের নিন্দা করলেও প্রধানমন্ত্রী নাফতালি বেনেট মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার চেষ্টা করছিলেন। এখন স্পষ্টতই সে কাজ থেকেও বিরত রয়েছেন।

এর আগে জেলেনস্কি ইউক্রেনকে সহযোগিতার জন্য যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের আইনপ্রণেতাদের সঙ্গে আলোচনা করেছেন।

ইসরাইলের পার্লামেন্টে অবকাশ চলছে। পার্লামেন্ট ভবনে সংস্কারকাজ হচ্ছে। এ কারণে বিশেষভাবে সংরক্ষিত জুমকলে সদস্যদের সঙ্গে আলোচনা করবেন জেলেনস্কি। এ ছাড়া তেলআবিবে বড়পর্দায় তার ভাষণ সম্প্রচার করা হবে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *