fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২০; ২৭শে চৈত্র, ১৪২৬; ১৫ই শাবান, ১৪৪১
হোম অন্যান্য ৯ বছরের বিস্ময়কর শিশু পেতে যাচ্ছে স্নাতক ডিগ্রি
৯ বছরের বিস্ময়কর শিশু পেতে যাচ্ছে স্নাতক ডিগ্রি

৯ বছরের বিস্ময়কর শিশু পেতে যাচ্ছে স্নাতক ডিগ্রি

12
0

শিশুটির বয়স মাত্র ৯ বছর। নাম লোহো সিমন্স। এই বয়সে খেলা নিয়ে মেতে থাকার কথা থাকলেও তার চরিত্রে ধরা পড়ে ব্যাতিক্রমী গবেষণা।

সে এই বয়সেই  গবেষণা করছে বিশ্ববিদ্যালয়ের তড়িৎকৌশলের বই। সে ক্ষেত্রে সবচেয়ে কম বয়সী হিসেবে স্নাতক ডিগ্রি পাবে নেদারল্যান্ডসের এই আমস্টারডামের শিশু লোহো সিমন্স।

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের বরাতে জানা যায়, লোহো আইন্দহোভেন ইউনিভার্সিটি অব টেকনোলজিতে পড়াশোনা করছে। আগামী মাসেই সে পিএইচডি গবেষণা শুরু করবে।
লোহো জানিয়েছে, পড়াশোনা চালু রাখতে সে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া যেতে চায়।

উল্লেখ্য, এর আগে সবচেয়ে কম বয়সে স্নাতক ডিগ্রি অর্জনের বিশ্ব রেকর্ড ছিল মাইকেল কিয়ারনির দখলে। ইউনিভার্সিটি অব অ্যালাবামা থেকে মাত্র ১০ বছর বয়সে স্নাতক হয়েছিল মাইকেল।

(12)

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।