fbpx
হোম প্রবাস সিডনিতে উদ্বোধন হল বাংলাদেশ কনস্যুলেটের নতুন অফিস
সিডনিতে উদ্বোধন হল বাংলাদেশ কনস্যুলেটের নতুন অফিস

সিডনিতে উদ্বোধন হল বাংলাদেশ কনস্যুলেটের নতুন অফিস

0

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সিডনিতে নতুন ভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কনস্যুলেট জেনারেল এর অফিস উদ্বোধন হল। গত দুই সপ্তাহ যাবৎ এই অফিসের কার্যক্রম শুরু হলেও ২ অক্টোবর বুধবার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনি সিটিতে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয় ।

এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অস্ট্রেলিয়াতে দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত সুফিউর রহমান। কনসাল মোঃ কামরুজ্জামানের সঞ্চালনায় অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীত দিয়ে অনুষ্ঠান শুরুর পর স্বাগত বক্তব্য রাখেন কনসাল জেনারেল খন্দকার মাসুদুল আলম। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দের সাথে শুধুমাত্র সরকারি দলের নেতাকর্মী ও সাংবাদিকদের আমন্ত্রণ জানান।

ক্যানবেরাস্থ বাংলাদেশ হাই কমিশনের পাশাপাশি সিডনির কনস্যুলেট জেনারেল অফিস থেকেও প্রবাসী বাংলাদেশী এবং অস্ট্রেলিয়ান সিটিজেনদেরকে কনস্যুলার সেবা প্রদান করা হবে। অস্ট্রেলিয়ার বাণিজ্যিক সিডনিতে অধিক বাংলাদেশীদের বসবাস বিধায় স্থায়ী কনস্যুলার অফিসের প্রয়োজন বোধ করে আসছিল দীর্ঘদিন যাবৎ। বর্তমানে এই অঙ্গীকার পূরণে সিডনিবাসীরা আজ আনন্দিত।

উল্লেখ্য, পূর্বে কনস্যুলার সেবার জন্য সিডনিবাসীদের ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশন অফিসে যেতে হত। যদিও মাসের কিছু নির্দিষ্ট সময়ে সিডনির অস্থায়ী ক্যাম্পে সেবা দিতেন তাঁরা। এই নতুন কনস্যুলেট অফিসে কনস্যুলেট জেনারেল খন্দকার মাসুদুল আলম ও কনসাল মোঃ কামরুজ্জামানসহ মোট আটজন কর্মরত আছেন।

বাংলাদেশীরা এই কনস্যুলার অফিস থেকে যে সেবা পাবেন:
প্রথম অবস্থায় এই কনস্যুলেট অফিস থেকে যে সকল সেবা প্রদান করা হবে তার মধ্যে আছে- নো ভিসা রিকয়ার্ড (NVR), ট্রাভেল ডকুমেন্ট, এটেস্টেশন, পাওয়ার অব এটর্নি, এন্ডর্সমেন্ট পাসপোর্টের ভিসা নবায়ন ও কনস্যুলার কনসালটেশন ইত্যাদি।

সিডনির নতুন কনস্যুলেট অফিসের বিস্তারিত তথ্যসূত্র:
অফিস: ১৮৯ কেন্ট স্ট্রিট (প্রথম তলা) সিডনি, অস্ট্রেলিয়া।
কনস্যুলেট জেনারেল এর অফিস খোলা থাকবে সোমবার থেকে শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। তবে কনস্যুলার সেবা প্রদান করা হবে সকাল ৯:৩০মিনিট থেকে দুপুর ১২:৩০টা এবং অপরাহ্ন ২টা থেকে ৪টা পর্যন্ত। শনিবার ও রবিবার বন্ধ থাকবে। এছাড়া অন্যান্য সরকারী ছুটির দিনেও কনস্যুলেট অফিস বন্ধ থাকবে। ফি গ্রহণের জন্য পোষ্টাল অর্ডার ও ব্যাংক ড্রাফটের পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টও খোলা হয়েছে।
ফোন নান্বার: ০২ ৮৩২৬ ৯৭৭৭
Email: consular.sydney@mofa.gov.bd
Commonwealth Bank of Australia
Account Name: Consulate General of Bangladesh
BSB: 062-000 Account No: 1927 4083

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *