fbpx
হোম জাতীয় শোকের মাস আগস্টের প্রথম দিন আজ
শোকের মাস আগস্টের প্রথম দিন আজ

শোকের মাস আগস্টের প্রথম দিন আজ

0

আজ আগস্টের প্রথম দিন। শুরু হয়ে গেল বাঙালির শোকের মাস। জাতির ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায়ের সূচনা হয় এই মাসেই। ১৯৭৫ সালের এ মাসেই আমরা হারিয়েছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ‘৭৫-এর ১৫ আগস্টের কালরাতে মানবতার শত্রু, প্রতিক্রিয়াশীল ঘাতকচক্রের হাতে নির্মমভাবে নিহত হন বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, স্বাধীন বাংলাদেশের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল। এই ঘৃণ্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর সহোদর শেখ নাসের, ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, ভাগ্নে যুবনেতা ও সাংবাদিক শেখ ফজলুল হক মনি, তার সহধর্মিণী আরজু মনি ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও আত্মীয়-স্বজন।

এ শোকের মাসে আরেকটি নৃশংস হত্যাকাণ্ডের সূচনা হয় ২০০৪ সালের ২১ আগস্টে। আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে হত্যা করা হয় সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের স্ত্রী, আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি রহমানসহ ২৪ জনকে, আর আহত হন পাঁচ শতাধিক নেতা-কর্মী। ওই হামলার টার্গেট ছিলেন বঙ্গবন্ধুকন্যা আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাগ্যক্রমে সেদিনও বেঁচে যান মুজিবকন্যা।

প্রতিবারের মতো এবারও শোকার্ত বাঙালি জাতির সঙ্গে একাত্ম হয়ে আওয়ামী লীগ ও তার সহযোগী, ভ্রাতৃপ্রতিম ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক- রাজনৈতিক সংগঠনসমূহ যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা, ভালোবাসা ও ভাবগম্ভীর পরিবেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে কেন্দ্রীয়ভাবে নানা কর্মসূচি গ্রহণ করেছে। পুরো মাসজুড়েই পালিত হবে এসব কর্মসূচি। সরকারিভাবে ১৫ আগস্টে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালিত হবে।

শোকের মাসের প্রথম দিনের কর্মসূচির মধ্যে রয়েছে রাত ১২ টা ১ মিনিটে শোকের মাসের প্রথম প্রহরে ধানমন্ডি ৩২ নম্বর সড়ক ধরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর অভিমুখে আলোর মিছিল ও মোমবাতি প্রজ্জ্বলন, বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে বিকাল ৩টায় রক্তদান ও প্লাজমা সংগ্রহ কর্মসূচি এবং মাসব্যাপী সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি।

 

সূত্র: বাসস

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *