fbpx
হোম আন্তর্জাতিক শুধু কাশ্মীর নয়, চীনের মুসলিমদের জন্যও সোচ্চার হওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রর
শুধু কাশ্মীর নয়, চীনের মুসলিমদের জন্যও সোচ্চার হওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রর

শুধু কাশ্মীর নয়, চীনের মুসলিমদের জন্যও সোচ্চার হওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রর

0

শুধু কাশ্মীরের মুসলমান নয়, চীনে মানবেতন জীবনযাপনকারী উইঘুর মুসলিমদের জন্যও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ভারপ্রাপ্ত সহকারী মন্ত্রী অ্যালিস ওয়েলস এই আহ্বান জানিয়েছেন বলে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে।

শুক্রবার এক অনুষ্ঠানে অ্যালিস ওয়েলস উইঘুর মুসলিম জনগোষ্ঠীর ওপর চীনা সরকারের ভূমিকায় ইমরান খানের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, কাশ্মীরে মুসলমানদের ওপর নির্যাতন চালানো হচ্ছে বলে সব সময় অভিযোগ করেন ইমরান খান। অথচ চীনে ১০ লাখ উইঘুর মুসলমান মানবেতর জীবনযাপন করছেন। তাদের ওপর নির্যাতন হচ্ছে, তা নিয়ে কখনো কেন কিছু বলেন না তিনি।

চীনের শিনজিয়াং প্রদেশে বন্দিদশায় থাকা উইঘুর মুসলিমদের বিষয়েও আপনার একই ধরনের উদ্বেগ দেখলে ভালো লাগত। কাশ্মীরের চেয়ে সেখানকার মুসলমানদের মানবাধিকার নিয়ে আপনার আরো বেশি উদ্বিগ্ন হওয়ার কথা।

প্রসঙ্গত, কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের জেরে ভারতের সঙ্গে প্রতিবেশী দেশ পাকিস্তানের উত্তেজনা চরম আকার ধারণ করেছে। বিশ্বে কাশ্মীর পরিস্থিতি তুলে ধরতে জোর তত্পরতা চালাচ্ছে পাকিস্তান। অন্যদিকে চীন বর্তমানে পাকিস্তানের অন্যতম ঘনিষ্ঠ মিত্র দেশ।

 

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *