fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

বুধবার, ৩রা জুন, ২০২০; ২০শে জ্যৈষ্ঠ, ১৪২৭; ১০ই শাওয়াল, ১৪৪১
হোম আন্তর্জাতিক ভারতের বহুত্ববাদ বোঝার মতো প্রশস্ত মন নেই মোদীর: অমর্ত্য সেন
ভারতের বহুত্ববাদ বোঝার মতো প্রশস্ত মন নেই মোদীর: অমর্ত্য সেন

ভারতের বহুত্ববাদ বোঝার মতো প্রশস্ত মন নেই মোদীর: অমর্ত্য সেন

0

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ভারতের গণতান্ত্রিক অবস্থা নিয়ে বেশ কিছুদিন ধরেই উদ্বেগ প্রকাশ করছেন। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ভারতে গণতন্ত্রের অবস্থা নিয়ে পূনরায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেছেন, ‘মানুষ ভয়ে আছেন। এটা আগে কখনও দেখিনি। আমার সঙ্গে ফোনেও সরকারের সমালোচনার প্রসঙ্গ উঠলে অনেকে বলছেন, থাক, দেখা হলে বলব’। আমি নিশ্চিত ওরা আমাদের কথা শুনছে। এটা গণতন্ত্রের পন্থা নয়। সংখ্যাগরিষ্ঠ মানুষ কী চান, সেটা বোঝারও পথ নয় এটা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করে অমর্ত্য সেন বলেছেন, বহু ধর্ম ও বহু জাতির দেশ ভারতকে বোঝার মতো মনের প্রসারতাই নেই মোদীর।

জন স্টুয়ার্ট মিলের বক্তব্যের উল্লেখ করে তিনি বলেছেন,  আমরা তার কাছ থেকে জেনেছি, গণতন্ত্র মানে আলোচনার ভিত্তিতে চলা সরকার। ভোট যেভাবেই গোনো, আলোচনাকে ভয়ের বস্তু করে তুললে তুমি গণতন্ত্র পাবে না। তার আক্ষেপ, ভারতে এখন কট্টর হিন্দুত্বের দাপট চলছে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সম্পর্কে তিনি বলেছেন, সরকার যদি বিরুদ্ধে থাকে, তবে সরকারি শুধু নয়, সম্ভবত অনেক বেসরকারি বিজ্ঞাপনও পায় না সংবাদমাধ্যম। ফলে স্বাধীন সংবাদপত্র বা সংবাদ চ্যানেল পাওয়াই দুষ্কর। তবে তিনি মনে করেন, সব কিছুই হারিয়ে যায়নি। এখনও সাহসী কয়েকটি সংবাদপত্র আছে, যারা ঝুঁকি নিয়ে কিছু ছাপতে ভয় পায় না। দু’-একটা টিভি চ্যানেল ও রেডিও স্টেশনও আছে। প্রকাশ্য সভাও হচ্ছে কিছু। ভারতের কাঠামো যুক্তরাষ্ট্রীয়। বেশ ক’টি রাজ্যে বিজেপিই একমাত্র প্রভাবশালী শক্তি নয় বলে মন্তব্য করেছেন তিনি।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।