fbpx
হোম আন্তর্জাতিক পাকিস্তানকে নিজের দেশের সন্ত্রাস দূর করতে বললেন যুক্তরাষ্ট্র
পাকিস্তানকে নিজের দেশের সন্ত্রাস দূর করতে বললেন যুক্তরাষ্ট্র

পাকিস্তানকে নিজের দেশের সন্ত্রাস দূর করতে বললেন যুক্তরাষ্ট্র

0

কাশ্মীরের বিশেষ মর্যাদা সম্বলিত ৩৭০ অনুচ্ছেদ রদ করার জেরে ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে বহিষ্কার করে চাপের মুখে পড়েছে পাকিস্তান। ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া থেকে দূরে থেকে পাকিস্তানের নিজের দেশের সন্ত্রাস দূর করার মনোনিবেশ করা উচিত বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র।

বুধবার (০৭ আগস্ট) রাতে মার্কিন সিনেট ফরেন রিলেশনস কমিটির সদস্য রবার্ট মেনেন্দেজ এবং হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান ইলিয়ট এঞ্জেলের কাশ্মীর ইস্যুতে দেয়া যৌথ বিবৃতিতে এ পরামর্শ দেয়া হয়। 

বিবৃতিতে তারা বলেন, ভারতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা থেকে পাকিস্তানের দূরে থাকা উচিত। এর মধ্যে যেমন নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে প্রবেশ করতে জঙ্গিদের সাহায্য করার বিষয়টিও রয়েছে। পাশাপাশি দেশের মাটিতে সন্ত্রাসবাদী পরিকাঠামোর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করা উচিত পাকিস্তানের।

উল্লেখ্য, সম্প্রতি জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করে রাজ্যকে দু’টি কেন্দ্র শাসিত এলাকায় ভাগ করেছে কেন্দ্র। তা নিয়ে প্রথম থেকেই ভারতের বিরোধিতা করে আসছিল পাকিস্তান। বুধবার (০৭ আগস্ট)  ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার অজয় বিসারিয়াকে বহিষ্কার করে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কার্যত ছিন্ন করে দেয় পাকিস্তান। পাশাপাশি কাশ্মীর পরিস্থিতি নিয়ে ভারতের বিরুদ্ধে সরব হওয়ার সিদ্ধান্তও নিয়েছে তারা।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *