fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২০; ৬ই আশ্বিন, ১৪২৭; ৩রা সফর, ১৪৪২
হোম আন্তর্জাতিক জর্ডানের রাজকন্যার নতুন ইতিহাস
জর্ডানের রাজকন্যার নতুন ইতিহাস

জর্ডানের রাজকন্যার নতুন ইতিহাস

0

জর্ডানের প্রথম নারী যুদ্ধবিমান পাইলট হিসেবে নতুন ইতিহাস তৈরি করেছেন দেশটির রাজকন্যা সালমা বিনতে আবদুল্লাহ। ১৯ বছর বয়সী রাজকন্যাকে গত বুধবার এক অনুষ্ঠানে ‘এভিয়েশন উইং’ পড়িয়ে দেন দেশটির বাদশাহ দ্বিতীয় অবদুল্লাহ।

জানা গেছে, সালমা বিনতে আবদুল্লাহ ২০১৮ সালে নভেম্বরে জর্ডানের সামরিক বাহিনীর সঙ্গে বিমান উড়ানোর প্রশিক্ষণ নিয়ে পরীক্ষায় সফল হন। এর আগে ইংল্যান্ডে রয়্যাল মিলিটারি  অ্যাকাডেমি থেকে স্নাতক হন তিনি। আর কয়েকদিনের মধ্যেই বিমান উড়ানোর কাজ শুরু করবেন তিনি।

রয়েল হাশেমাইট কোর্ট এক বিবৃতিতে জানায়, সালমার পাইলট হিসেবে অভিষেক অনুষ্ঠানে অংশ নেন তাঁর মা রানি রানিয়া এবং বড় ভাই যুবরাজ আল হুসেন বিন আবদুল্লাহ। জর্ডানের  সশস্ত্র বাহিনীতে ফার্স্ট লেফটেন্যান্ট পদে রয়েছেন যুবরাজ হুসেন। এক ইনস্টাগ্রাম পোস্টে বোনকে শুভেচ্ছা জানান তিনি।

যুবরাজ বলেন, জর্ডানের প্রথম নারী পাইলট হওয়ায় তোমাকে অভিনন্দন জানাই। প্রত্যেকবারের  মতোই এবারও প্রতিভা ও পরিশ্রমের ফল পেয়েছো তুমি। এই উইং পড়ায় তোমাকে অভিনন্দন। ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা।

প্রসঙ্গত, ইসলামিক দেশগুলোতে নারীদের স্বাধীনতা নেই বললেই চলে। নানা বিধিনিষেধ মেনে চলতে হয় তাঁদের। আর এই পরিস্থিতিতে নিজের কৃতিত্বে নয়া নজির গড়েছেন জর্ডানের রাজকন্যা।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।