fbpx
হোম বিনোদন চিত্রনায়ক জসিমের ২১তম মৃত্যুবার্ষিকী আজ
চিত্রনায়ক জসিমের ২১তম মৃত্যুবার্ষিকী আজ

চিত্রনায়ক জসিমের ২১তম মৃত্যুবার্ষিকী আজ

0

চিত্রনায় জসিম। আসল নাম আব্দুল খায়ের জসিম উদ্দিন।১৯৫০ সালের ১৪ আগস্ট ঢাকার কেরানীগঞ্জের বক্সনগর গ্রামে জন্মগ্রহন করেন তিনি।আর ১৯৯৮ সালের ৮ অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মৃত্যু হয়েছিলো তার।সিনেমা জগত থেকে চিরতরে বিদায় নেয়ার সেই নায়কের আজ ২১বছর পূর্ণ হলো।

১৯৭৩ সালে দেওয়ান নজরুল পরিচালিত ‘দোস্ত দুশমন’ ছবিতে প্রথম অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র জীবন শুরু হয়। প্রয়াত এই নায়ক অভিনয় দিয়ে মুগ্ধ করেছিলেন ‘রংবাজ’, ‘তুফান’, ‘জবাব’, ‘নাগ নাগিনী’, ‘বদলা’, ‘বারুদ’, ‘সুন্দরী’,‘কসাই’, ‘লালু মাস্তান’, ‘নবাবজাদা’, ‘অভিযান’, ‘কালিয়া’, ‘বাংলার নায়ক’, ‘গরিবের ওস্তাদ’, ‘ভাইবোন’, প্রভৃতি সুপারহিট ছবিতে। জনপ্রিয়তার ধারাবাহিকতায় ৮০ দশকের প্রায় সকল জনপ্রিয় নায়িকার বিপরীতেই অভিনয় করেছেন এই অ্যাকশন প্রিয় অভিনেতা।

তবে শাবানা-রোজিনা এর সাথে তার জুটিই সবচেয়ে দর্শকপ্রিয়তা অর্জন করেছিল। বিভিন্ন চলচ্চিত্রে তাকে শোষিত-বঞ্চিত মানুষের প্রতিনিধি হিসেবে দেখা যেত তাকে। জসিমের প্রথম স্ত্রী ছিলেন নায়িকা সূচরিতা। পরে তিনি ঢাকার প্রথম সবাক ছবির নায়িকা পূর্ণিমা সেনগুপ্তার মেয়ে নাসরিনকে বিয়ে করেন। মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করছে চলচ্চিত্রের শিল্পী ও ভক্তবৃন্দরা। চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান জানালেন, নায়ক জসিমের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শিল্পী সমিতি কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।মহান স্বাধীনতা যুদ্ধে একজন সৈনিক হিসেবে তিনি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন। দুই নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে মুক্তিযুদ্ধে লড়েছেন তিনি।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *