fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

রবিবার, ১৫ই ডিসেম্বর, ২০১৯; ১লা পৌষ, ১৪২৬; ১৭ই রবিউস-সানি, ১৪৪১
হোম আন্তর্জাতিক কাশ্মীর নিয়ে হস্তক্ষেপ করবেনা ভারতীয় সুপ্রিম কোর্ট
কাশ্মীর নিয়ে হস্তক্ষেপ করবেনা ভারতীয় সুপ্রিম কোর্ট

কাশ্মীর নিয়ে হস্তক্ষেপ করবেনা ভারতীয় সুপ্রিম কোর্ট

26
0

জম্মু-কাশ্মীরের পরিস্থিতি এখনও পর্যন্ত যথেষ্ট স্পর্শকাতর। তাই কাশ্মীরে স্বাভাবিক অবস্থা ফেরাতে এখনই হস্তক্ষেপ না কেন্দ্রীয় সরকারকে আরও সময় দিতে চায় ভারতের সুপ্রিম কোর্ট। কাশ্মীর নিয়ে কোনওরকম তাড়াহুড়ো না করারও পরামর্শ শীর্ষ আদালতের।

কাশ্মীরে ১৪৪ ধারা তুলে নিতে ও জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীদের মুক্তি দিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এক সমাজকর্মী। তাঁর আবেদনের ভিত্তিতে সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে, প্রাণের মূল্যে জোর করে স্বাভাবিক পরিস্থিতি ফেরানোর চেষ্টা করা যাবে না। এই কয়েক দিনের মধ্যে কাশ্মীরে যে একটিও প্রাণহানি হয়নি, সে কথাও মনে করিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্ট বলে, আমরা সবাই চাই কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক হোক, কিন্তু রাতারাতি কিছু হওয়া সম্ভব নয়। এই বিষয়ে সরকারের ওপর আমাদের ভরসা রাখতেই হবে।

গত ৫ আগস্ট জম্মু-কাশ্মীরে বিশেষ মর্যাদা খারিজ করে দেয় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি একে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করে। সেই সময় থেকেই কাশ্মীরে জারি ১৪৪ ধারা। বন্ধ মোবাইল, ইন্টারনেট পরিষেবা।

(26)

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।