fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২০; ২৬শে চৈত্র, ১৪২৬; ১৫ই শাবান, ১৪৪১
হোম আন্তর্জাতিক করোনা আতঙ্ক: কলম্বিয়ার জেলে দাঙ্গায় নিহত ২৩
করোনা আতঙ্ক: কলম্বিয়ার জেলে দাঙ্গায় নিহত ২৩

করোনা আতঙ্ক: কলম্বিয়ার জেলে দাঙ্গায় নিহত ২৩

17
0

প্রাণঘাতী করোনাভা ইরাসের আতঙ্কে কলম্বিয়ার রাজধানী বোগোতার এক জেলে ভয়াবহ দাঙ্গার সৃষ্টি হয়েছে। এতে অন্তত ২৩ জন নিহত হয়েছে। আহত ৮৩ জন। দেশটির বিচারমন্ত্রী মার্গারিটা কাবেলো রবিবার এই তথ্য জানান।

এক ভিডিও বার্তায় মার্গারিটা বলেন, আহত ৩২ জন কয়েদি হাসপাতালে ভর্তি আছে। এছাড়া ৭ জন নিরাপত্তা রক্ষী আহত হয়েছেন। এদের দুই জনের অবস্থা আশংকাজনক।

তিনি আরও বলেছেন, আজ একটি গভীর দুঃখজনক ও বেদনাদায়ক দিন। গত রাতে লা মোদেলার কয়েদিরা পালানোর চেষ্টা করে এবং দেশের বিভিন্ন বন্দিশালায় দাঙ্গা হয়।

তবে কোন কয়েদি পালাতে পারেনি বলে জানান কাবেলো।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশটির সব কারাগারের কয়েদিরা কারাগারগুলোতে ধারণক্ষমতার অতিরিক্ত বন্দি ও নাজুক স্বাস্থ্য সেবার বিরুদ্ধে বিক্ষোভ করে।

(17)

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।