fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

বুধবার, ৮ই জুলাই, ২০২০; ২৪শে আষাঢ়, ১৪২৭; ১৫ই জিলক্বদ, ১৪৪১
হোম আন্তর্জাতিক উৎসাহ উদ্দীপনায় পালিত আমিরাতের জাতীয় দিবস
উৎসাহ উদ্দীপনায় পালিত আমিরাতের জাতীয় দিবস

উৎসাহ উদ্দীপনায় পালিত আমিরাতের জাতীয় দিবস

0

গতকাল সোমবার অনাড়ম্বর জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে সংযুক্ত আরব আমিরাতের ৪৮ তম জাতীয় দিবস।

১৯৭১ সালের ২ ডিসেম্বর আমিরাত স্বাধীনতা লাভ করে। জাতীয় দিবস উপলক্ষে আমিরাতের সাতটি প্রদেশকে সাজানো হয়েছে নানা রঙ্গিন সাজে। উদযাপিত হয়েছে ট্রেডিশনাল সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় আরবদের পাশাপাশি আমিরাতে অবস্থানরত বিশ্বের প্রায় ১৯৫ টি দেশের অভিবাসীরাও এই আয়োজন উপভোগ করেন। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ভিন্ন ভিন্নভাব আমিরাতের জাতীয় দিবস উদযাপন করা হয়।

প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশের পক্ষ থেকে আমিরাত সরকার ও আমিরাতের নাগরিকদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রদূত ডাক্তার মুহাম্মদ ইমরান। এছাড়াও ভিন্ন ভিন্ন বার্তায় অভিনন্দন জানান দুবাই কনসাল জেনারেল ইকবাল হোসেন খান, অধ্যক্ষ মীর আনিসুল হাসান, বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র সভাপতি সিরাজুল হক ও সাধারণ সম্পাদক মুহাম্মদ মোরশেদ আলম।

এর আগে গত ২৮ নভেম্বর আবুধাবি শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুলের উদ্যোগে অধ্যক্ষ মীর আনিসুল হাসানের সভাপতিত্বে জাতীয় দিবস উদযাপন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাষ্ট্রদূত ডাক্তার মুহাম্মদ ইমরান।
অনুষ্ঠানে অধ্যক্ষ মীর আনিসুল হাসান বলেন ১৯৭১ সালে একিই বছর আরব আমিরাত ও বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। এর পর থেকে দু-দেশের এক সাথে যাত্রা। এছাড়াও তিনি আমিরাত সরকারের সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন।

উল্লেখ্য, ইতিমধ্যে ১ ডিসেম্বর শহীদ দিবস ও ২ এবং ৩ ডিসেম্বর জাতীয় দিবস উপলক্ষে ৩ দিনের সরকারি ছুটি ঘোষণা করেন আমিরাত সরকার।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।