fbpx

বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল

বুধবার, ৩রা জুন, ২০২০; ২০শে জ্যৈষ্ঠ, ১৪২৭; ১০ই শাওয়াল, ১৪৪১
হোম অন্যান্য আগ্রাসনবিরোধী আন্দোলনের প্রথম শহিদ আবরার: সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ
আগ্রাসনবিরোধী আন্দোলনের প্রথম শহিদ আবরার: সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ

আগ্রাসনবিরোধী আন্দোলনের প্রথম শহিদ আবরার: সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ

0

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যাকারীদের বিচারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। সোমবার বিকেল ৪টায় চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি প্রবর্তক মোড় ও ষোলশহর স্টেশনসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নগরীর বিপ্লব উদ্যানের সামনে গিয়ে শেষ হয়। পরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি নিশ্চিত না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেওয়া হয়।

ভারতের সাথে করা দেশবিরোধী সকল চুক্তি বাতিলেরও দাবি জানানো হয় সমাবেশ থেকে। কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন বলেন, আবরার ভারতের আগ্রাসনবিরোধী আন্দোলনের প্রথম শহিদ। ১৯৭১ সালে ৩০ লক্ষ শহীদের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। এবারের যুদ্ধ ভারতের আগ্রাসনের বিরুদ্ধে। ছাত্ররা যখন জেগেছে তখন কেউ তাদেরকে দমাতে পারবে না।

সংগঠনের নেতারা আরো বলেন, বাংলাদেশের স্বার্থবিরোধী চুক্তির প্রতিবাদে ফেসবুকে একটি স্ট্যাটাসের প্রেক্ষিতে ছাত্রলীগের পেটোয়া বাহিনী তুলে নিয়ে পৈশাচিক নির্যাতন চালিয়ে হত্যা করেছে আবরারকে।

সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরের যুগ্মআহ্বায়ক আরিফুল হক তায়েফ, মুনতাসীর মাহমুদ,আমির হোসেন জুয়েল,এরশাদুল ইসলাম,আব্দুল কাইয়ুম, ,বিপ্লব,সাকিব চৌধুরী সাইফুদ্দীন সোহাগ ও করিম এছাড়াও শতাধিক নেতাকর্মী এতে অংশ নেন।

Like
Like Love Haha Wow Sad Angry
6

LEAVE YOUR COMMENT

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।