fbpx
হোম ক্রীড়া হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠের মধ্যেই মৃত্যু
হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠের মধ্যেই মৃত্যু

হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠের মধ্যেই মৃত্যু

0

খেলার মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল তরুণ ফুটবলার দেবজ্যোতি ঘোষের। চলতি মৌসুমে ইস্টবেঙ্গলের হয়ে স্থানীয় লিগে খেলার কথা ছিল দেবজ্যোতির। কৃষ্ণনগর চৌরাস্তায় তার বাড়ি। নিয়মিত অনুশীলন করতেন বরাহনগর অ্যাডামাস ক্লাবে। খবর হিন্দুস্তান টাইমস।

২৫ বছরের দেবজ্যোতি শনিবার নদিয়ার ধুবুলিয়া বেলপুকুর মাঠে একটি ফুটবল প্রতিযোগিতায় খেলছিলেন। খেলা ছিল নবদ্বীপ সেবক সমিতি এবং কৃষ্ণনগর সেন্ট্রাল ক্লাবের। ভেন্যু ছিল বেলপুকুর মাঠ। ম্যাচ চলাকালীন হঠাৎ সজোরে তার বুকে বল লাগে। মাঠেই পড়ে যান দেবজ্যোতি। তার বমি শুরু হলে তাকে তৎক্ষণাৎ ধুবুলিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দ্রুত শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

তরুণ প্রতিভাবান ফুটবলার দেবজ্যোতি ঘোষের অকাল প্রয়াণে শোকস্তব্ধ হয়ে পড়েছে কলকাতা ময়দান। গত বছরেই তার ফুটবল প্রতিভা নজর কেড়েছিল ময়দানের। গতবার কলকাতা লিগে রানার্স আপ হয়েছিল রেলওয়েজ দল। সেই দলের মাঝমাঠকে কার্যত নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এতটাই ভালো ফুটবল খেলেছিলেন যে তিনি নজরে পড়ে যান ইস্টবেঙ্গল কর্মকর্তাদের। এই বছর লাল-হলুদ জার্সিতে স্থানীয় লিগেও খেলার কথা ছিল তার। যিনি পরিবারের একমাত্র সন্তান ছিলেন। আর্থিকভাবে খুব একটা স্বচ্ছল পরিবারের সন্তান না হওয়ার কারণে কার্যত গোটা সংসারটাই চলত তার উপার্জনেই।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *