fbpx
হোম রাজনীতি সিরাজগঞ্জ পৌরসভাকে উন্নয়নের মডেল হিসেবে গড়ার ইচ্ছা সেলিম আহমেদের
সিরাজগঞ্জ পৌরসভাকে উন্নয়নের মডেল হিসেবে গড়ার ইচ্ছা সেলিম আহমেদের

সিরাজগঞ্জ পৌরসভাকে উন্নয়নের মডেল হিসেবে গড়ার ইচ্ছা সেলিম আহমেদের

0

সুযোগ পেলে সিরাজগঞ্জ পৌরসভাকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে চান আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ। রোববার (০১ নভেম্বর) সকালে সিরাজগঞ্জের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন।

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মেয়র পদে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন পেলে বিজয় সুনিশ্চিত করে পৌরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিতসহ পরিকল্পিত নগর গড়ে তুলবো। নির্বাচিত হলে শহরকে যানজটমুক্ত করা, হকারদের পূনর্বাসন, রাস্তাঘাটের উন্নয়ন, সিরাজগঞ্জকে পরিচ্ছন্ন নগরে রূপান্তর করা এবং অধিক কর্মসংস্থান সৃষ্টি করে স্বল্প আয়ের মানুষের জীবন মান উন্নয়নের লক্ষ্যে কাজ করবো।’

পারিবারিক ঐতিহ্যে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত সেলিম আহমেদ সিরাজগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র, বর্তমানে ৫ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতিপূর্বে তিনি সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার পিতা শেখ কেরামত আলী ৭৫’পরবর্তী সময় থেকে প্রায় ৪০ বছর সিরাজগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং একই সাথে তিনি চারবার সিরাজগঞ্জ পৌরসভার নির্বাচিত কমিশনার এবং প্যানেল মেয়র ছিলেন। আওয়ামী লীগের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে সেলিম আহমেদ মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাবেন বলে আশাবাদী।

গত ২৭ অক্টোবর বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখার সহকারী পরিচালক (জনসংযোগ) মোঃ আশাদুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ২০২১ সালের প্রথম দিকে যে সমস্ত পৌরসভার মেয়াদ উত্তীর্ণ হবে যথা সময়ে নিয়ম অনুযায়ী সেসকল পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন জানান, ডিসেম্বরের শেষ দিকে পৌর নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *