fbpx
হোম জাতীয় শেখ হাসিনার সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী: সেতুমন্ত্রী
শেখ হাসিনার সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী: সেতুমন্ত্রী

শেখ হাসিনার সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী: সেতুমন্ত্রী

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী ও সংখ্যালঘু মানুষেরা আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর অগাধ বিশ্বাস রাখেন। কারণ তার নেতৃত্বাধীন সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী।

রোববার তার সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে সেতুমন্ত্রী এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার নেতৃত্বের সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। সংখ্যালঘুদের ওপর সংখ্যাগরিষ্ঠ শক্তির যেকোনো হামলায় সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে, যা অন্য কোনো সরকার করেনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অতীতের কোনো অন্যায় ঘটনাকেই আওয়ামী লীগ বা সরকার প্রশ্রয় দেয়নি। অন্যায়ভাবে কোনো ঘটনা ঘটলেই দ্রুত ব্যবস্থা নেয়ায় অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী ও সংখ্যালঘু মানুষেরা শেখ হাসিনার উপর অগাধ বিশ্বাস রাখেন।

স্বাধীনতার ইতিহাস বিকৃতিই হচ্ছে বিএনপির গণতন্ত্র উল্লেখ করে তিনি বলেন, বিএনপির বহুদলীয় গণতন্ত্রের আরেক রূপ ছিল হ্যাঁ-না ভোট।

ওবায়দুল কাদের বলেন, ৭-ই নভেম্বর উপলক্ষে বিএনপি নেতারা অবিরাম মিথ্যা ও অশালীন বক্তব্য দিয়েছে। বিএনপির বিরুদ্ধে কথা বলতে চাই না। কিন্তু দলটির নেতারা কথা বলতে বাধ্য করেন। দল বা সরকারের দায়িত্বপ্রাপ্ত হিসেবে বিএনপির কল্পিত বানানো অভিযোগগুলোর জবাব দিতে হবে।

এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে সব মামলা সাবেক তত্ত্বাবধায়ক সরকার করেছিল। আওয়ামী লীগ তো খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করেনি। তবুও আওয়ামী লীগকে দোষারোপ করে বিএনপির নেতারা।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, দণ্ডিত খালেদা জিয়াকে মুক্ত করার নৈতিক শক্তি বিএনপির নেতাকর্মীদের নেই। তারা দুর্নীতির দায়ে দণ্ডিত খালেদা জিয়াকে মুক্ত করার শপথ প্রায় করে। কিন্তু রাজপথে তাদের পক্ষে জনগণ ও বিএনপির তৃণমূল নেতাকর্মীদেরও খুঁজে পাওয়া যায় না। এখন শুধুমাত্র শপথই তাদের নির্ভরতা। রাজপথ ও আন্দোলন এখন বিএনপির অচেনা।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *