fbpx
হোম রাজনীতি রাজনীতিতে সৌজন্যবোধের অভাব…ওবায়দুল কাদের
রাজনীতিতে সৌজন্যবোধের অভাব…ওবায়দুল কাদের

রাজনীতিতে সৌজন্যবোধের অভাব…ওবায়দুল কাদের

0

বাংলাদেশের রাজনীতিতে পারস্পরিক সৌজন্যবোধের অভাব হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (৪ জানুয়ারি) রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে জাতীয় পার্টির (জেপি) ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

বলেন, দেশের রাজনীতিতে খুবই খারাপ সময় চলছে। রাজনীতি ক্রমেই পক্ষপাতিত্ব হয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে। কারো মৃত্যুর পর জানাজায় যাব কি না- এ নিয়েও আমাদের মাথায় দ্বিধা কাজ করে। এটি রাজনীতি ও গণতন্ত্রের জন্য ক্ষতিকর। এ অবস্থা থেকে আমাদের সকলকে ফিরে আসতে হবে।

তিনি বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর তৎকালীন সরকার জাতির পিতার খুনিদের শাস্তি না দিয়ে পুরস্কৃত করেছিল। তাদের বিদেশে পালিয়ে যেতে সুযোগ করে দিয়েছিল। দূতাবাসে চাকরি দিয়েছিল। ইনডেমনিটি জারি করে খুনিদের বিচার বন্ধ করে দিয়েছিল। রাজনীতিতে বিভেদের দেয়াল সেখান থেকেই সৃষ্টি হয়েছিল। সেই দেয়াল উঁচু হতে হতে এখন আরো উঁচু হয়ে গেছে। ২১ শে আগস্ট প্রাইম টার্গেট শেখ হাসিনা। তাকে টার্গেট করে যে গ্রেনেড হামলা পরিচালনা করা হয়েছিল, সেই ইতিহাস বেশিদিন আগের নয়। কারা তখন ক্ষমতায়, কারা প্ল‌্যানার, কারা মাস্টারমাইন্ড তা সবাই জানেন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *