fbpx
হোম রাজনীতি প্রধানমন্ত্রীর ভারত সফরে দেশবিরোধী কোনো চুক্তি চোখে পড়েনি: জাপা
প্রধানমন্ত্রীর ভারত সফরে দেশবিরোধী কোনো চুক্তি চোখে পড়েনি: জাপা

প্রধানমন্ত্রীর ভারত সফরে দেশবিরোধী কোনো চুক্তি চোখে পড়েনি: জাপা

0

জাতীয় পার্টির যৌথ সভায় বরাবরের মত আজ রোববার (২৪ অক্টোবর) যোগ দেননি দলের সিনিয়র কো চেয়ারম্যান রওশন এরশাদ। তবে, উপস্থিত ছিলেন রওশনপন্থী নেতা হিসেবে পরিচিত কয়েকজন |

রংপুর ৩ আসনের উপনির্বাচনের পর এই প্রথম দলের বড় ফোরামের বৈঠকে বসে জাতীয় পার্টি। সকালে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে শুরু হয় সাংগঠনিক টিমের যৌথসভা।

পার্টি চেয়ারম্যান জিএম কাদেরের সভাপতিত্বে মহাসচিব মশিউর রহমান রাঙ্গাসহ সিনিয়র নেতারা অংশ নিলেও বরাবরের মত এবারও যৌথসভায় ছিলেন না বিরোধীদলীয় নেতা ও দলের সিনিয়র কো চেয়ারপারসন রওশন এরশাদ। তবে, রওশনপন্থী নেতাদের অনেকেই উপস্থিত থাকলেও অংশ নেননি রওশনপন্থীদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী নেতা প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদসহ কয়েকজন।

সভার শুরুতেই সংগঠনকে শক্তিশালী করার ওপর জোর দিয়ে মহাসচিব মশিউর রহমান রাঙ্গা বলেন, ডিসেম্বরে কাউন্সিল করতে পারলে জাতীয় পার্টিতে আসবে গতি। তিনি আরো বলেন, ৪ বছর পর নির্বাচন। এখন থেকেই আমাদের দল গোছাতে হবে।

যৌথসভায় সংগঠনকে সুশৃংখল ও সুসংগঠিত করার কথা জানান চেয়ারম্যান জিএম কাদের। এছাড়া সাম্প্রতিক শুদ্ধি অভিযানের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এ অভিযান অব্যাহত রাখার দাবি জানান তিনি।

এ প্রসঙ্গে জিএম কাদের বলেন, আমরা চাচ্ছি একটি সংগঠিত দল। জনগণের কথা বলতে হবে। তাহলেই্ আমাদের দল সামনে এগিয়ে যাবে। দেশে এখন শুদ্ধি অভিযান চলছে। প্রধানমন্ত্রীকে এই সাহসী পদক্ষেপের জন্য অভিনন্দন জানাচ্ছি। তিনি নিজ দলের লোকদেরও ছাড় দিচ্ছেন না। আমরা আশা করি এই অভিযান অব্যাহত থাকবে।

জিএম কাদের বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রাতিক ভারত সফরে দেশবিরোধী কোনো চুক্তি তার চোখে পড়েনি।

এছাড়াও তিনি আবরার হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান |

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *