fbpx
হোম রাজনীতি নাসিক নির্বাচনে বিতর্ক তুলনামূলক কম: হারুন
নাসিক নির্বাচনে বিতর্ক তুলনামূলক কম: হারুন

নাসিক নির্বাচনে বিতর্ক তুলনামূলক কম: হারুন

0

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিতর্ক তুলনামূলক কম হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুন অর রশিদ।  

নতুন বছরের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে সোমবার পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ মন্তব্য করেন তিনি।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বেলা ১১টায় অধিবেশন শুরু হয়। অধিবেশনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

রোববার অনুষ্ঠিত নাসিক নির্বাচনে বিএনপি থেকে অব্যাহতি পাওয়া তৈমুর আলম খন্দকার মেয়র পদে হাতি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাকে হারিয়ে জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।
পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে হারুন অর রশীদ নারায়ণগঞ্জ নির্বাচন প্রসঙ্গে বলেন, নারায়ণগঞ্জের নির্বাচন নিয়ে তুলনামূলক বিতর্ক কম হয়েছে, তবে সেখানে মাত্র ৫০ শতাংশ ভোট পড়েছে।

নিজ এলাকায় স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হয়নি জানিয়ে এ সংসদ সদস্য বলেন, গত ৩০ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ভোট হয়েছে। ৫ নভেম্বর ইউপি নির্বাচনগুলো হয়েছে। গত অধিবেশনে স্পিকারের মাধ্যমে আবেদন করেছিলাম অন্ততপক্ষে জনগণ যাতে ভোটটা দিতে পারেন।

হারুন বলেন, প্রধানমন্ত্রীরও দৃষ্টি আকর্ষণ করেছিলাম। সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছিলাম এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও কথা বলেছিলাম। কিন্তু নির্বাচন সুষ্ঠু হয়নি।

তিনি বলেন, আমার নির্বাচনি এলাকায় ভোটের দিন ৫০ সাংবাদিকের সামনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলেছি। সেই দিন কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। ইভিএমে ভোট হয়েছে। সেখানে ব্যাজ লাগানো অনেককেই দেখা গেছে, কেউ বলে ইভিএম মনিটর, কেউ টেকনিশিয়ান।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *