fbpx
হোম অনুসন্ধান অপরাধবার্তা ঢাকায় নারীর হাতে পুরুষ কুকুর!
ঢাকায় নারীর হাতে পুরুষ কুকুর!

ঢাকায় নারীর হাতে পুরুষ কুকুর!

0

২৬ ডিসেম্বর ঢাকার হাতিরঝিলে দেখা গেছে এক নারীর হাতে ‘মানব কুকুর’! কি সাংঘাতিক তাইনা? বাংলাদেশে অনেকেই এটার সাথে পরিচিত না। ইতোমধ্যে মানব কুকুর ছবি ভাইরাল হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনার ঝড় , অনেকে হিউম্যান ডগ শব্দটা নতুন শুনলেন হয়তো।এটা বিদেশি সংস্কৃতি।এটাকে ট্যাবু বলে।

দিন দিন পশ্চিমা সংস্কৃতি কিভাবে আমাদের গ্রাস করছে! ন্যাশনাল জিওগ্রাফি তে ‘ট্যাবু’ প্রোগ্রামটা দেখলে মোটামুটি ধারনা পাবেন। ‘Secret Life of The Human pups’ লিখে ইউটিউবে ডকুমেন্টারি টা দেখতে পারবেন।

বাংলাদেশের সমাজে এসব যায়না। কিন্তু কিছু মানুষ ভাইরাল হবার জন্য বিভিন্ন পন্থা বেছে নেয়। তাই বলে ঢাকার রাস্তায় কোনো পুরুষকে ‘হিউম্যান ডগ’ বানিয়ে নারী হেটে বেড়াবে আর তবু বলবে নারী নির্যাতিত!

এটাকে অনেকে মনে করছেন পুরুষ নির্যাতন। নারীবাদিরা কখনো পুরুষ নির্যাতন নিয়ে কথা বলেনা।এই মানব কুকুর বর্তমান বাংলাদেশে পুরুষ নির্যাতনের চিত্র সবাইকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল ,সেই সাথে পশ্চিমা সংস্কৃতি বাংলাদেশকে কতটা গ্রাস করেছে সেটাও।

আর আমাদের সমাজটা নষ্ট করে এলিট শ্রেনির সংস্কৃতি আমদানি কারকরা।

 

এই পারফর্মিং আর্টের শিল্পী দুজন হলেন টুটুল চৌধুরী ও সেঁজুতি | এ বিষয়ে সেঁজুতি বলেন, সমাজ আমাদের ওপর যে সিস্টেম চাপিয়ে দিয়েছে সেটাই ফুটে উঠেছে। আমরা যে কাজটা করেছি এই কাজের প্রতি দৃষ্টিভঙ্গি এবং এই কাজটাকে সাধারণ মানুষ কীভাবে নিয়েছে সেটাই আমরা দেখতে চেয়েছি।

Like
Like Love Haha Wow Sad Angry
11

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *