fbpx
হোম জাতীয় ঘূর্ণিঝড়-বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্নির্মাণে ৬ হাজার কোটি টাকা !
ঘূর্ণিঝড়-বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্নির্মাণে ৬ হাজার কোটি টাকা !

ঘূর্ণিঝড়-বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্নির্মাণে ৬ হাজার কোটি টাকা !

0

ঘূর্ণিঝড় আম্ফান ও বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-ব্রিজ-কালভার্ট সংস্কারের মাধ্যমে পল্লিসড়ক নেটওয়ার্ক ব্যবস্থা সংরক্ষণে সরকার পাঁচ হাজার ৯০৬ কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে।

মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভায় প্রকল্পটির অনুমোদন দেয়া হয়েছে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রস্তাবে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত পল্লী অবকাঠামোগুলো জলবায়ু সহনশীল টেকসই অবকাঠামো হিসেবে নির্মাণ করা হবে। এর পাশাপাশি ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে দ্রুত অর্থনৈতিক গতিশীলতা আনতে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়াও গ্রাম সড়ক, ইউনিয়ন সড়ক ও উপজেলা সড়ক এবং ব্রিজ/কালভার্ট পুনর্বাসন/পুনঃনির্মিত হলে পল্লী অঞ্চলের নিরবচ্ছিন্ন যোগাযোগ স্থাপনের মাধ্যমে পরিবহণ খরচ কমাসহ জীবনমানের উন্নয়ন হবে।

প্রস্তাবে আরো বলা হয়, যোগাযোগ ব্যবস্থা তথা সড়ক নেটওয়ার্কের সুফল নিশ্চিত, কৃষি-অকৃষি উৎপাদন বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টিসহ সামগ্রিকভাবে দারিদ্র্য বিমোচনে প্রকল্পটি ইতিবাচক ভূমিকা রাখবে। প্রকল্পটি এ বছর শুরু হয়ে ২০২৩ সালের ডিসেম্বরে শেষ হবে।

প্রকল্পের আওতায় উপজেলা সড়ক ২৩৮৮ দশমিক ৩৪ কিলোমিটার, ইউনিয়ন সড়ক ২২৭৪ দশমিক ৬৮ কিলোমিটার, গ্রাম সড়ক ১৫৩৪ দশমিক ৯৪ কিলোমিটার পুনঃনির্মাণ করা হবে। একনেকের এই সভায় আরো তিনটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এর দুটি সংশোধিত প্রকল্প।

একনেক সভায় অংশ নেন- কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিক্ষামন্ত্রী মো. দীপু মনি, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকসহ সংশ্লিষ্ট সচিব ও সদস্যরা।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *