fbpx
হোম অন্যান্য কখনও ঝগড়া করোনাঃ আত্মহত্যার আগে চিঠিতে অপু
কখনও ঝগড়া করোনাঃ আত্মহত্যার আগে চিঠিতে অপু

কখনও ঝগড়া করোনাঃ আত্মহত্যার আগে চিঠিতে অপু

0

“কখনও ঝগড়া করোনা” আত্মহত্যার আগে চিঠিতে নবম শ্রেণির ছাত্র

“কখনও ঝগড়া করোনা” এমন লোমহর্ষক বাক্য চিঠিতে লিখে দিয়ে আত্নহত্যা করেন নবম শ্রেণির এক ছাত্র।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক স্কুলছাত্র ফাঁস দিয়ে আত্মহত্যা করার আগে এমন কথা চিঠিতে উল্লেখ করে। বুধবার উপজেলার মোগড়া ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ছাত্রের নাম গোলাম হোসেন অপু (১৫)। সে ছয়ঘড়িয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
তার চিঠিতে লিখেছিল, “আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি চাই আম্মু-আব্বু মিলেমিশে থাকো। কখনও ঝগড়া করো না। ভাইবোনরে না মেরে আদর-স্নেহ করো। আমাকে মাফ করে দিও, ইতি অপু।”
সকালে ময়নাতদন্তের শেষে আত্মহত্যা বলে নিশ্চিত করেন আখাউড়া থানার ওসি রসুল আহম্মদ নিজামী।
তিনি জানান, বসতঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় সাদা কাগজের এক পৃষ্ঠায় অপুর লেখা একটি চিরকুট উদ্ধার করে পুলিশ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *