fbpx
হোম অনুসন্ধান এবার চট্টগ্রামে নকল মদের কারখানার সন্ধান
এবার চট্টগ্রামে নকল মদের কারখানার সন্ধান

এবার চট্টগ্রামে নকল মদের কারখানার সন্ধান

0

সভ্য সমাজে নিষিদ্ধ মদ্যপান। তবে সরকারের অনুমোদন সাপেক্ষে সারাদেশে সীমিত পরিসরে বিক্রি হয় মদ। এবার সেই নিষিদ্ধ মদও নকল হচ্ছে চট্টগ্রামে। চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানাধীন কৈবল্যধাম মালিপাড়ায় বিষাক্ত মদ পানে ৩ জনের মৃত্যুর ঘটনা তদন্ত করতে গিয়ে নকল বিদেশী মদের কারখানার সন্ধান পেয়েছে আকবরশাহ থানা পুলিশ।

পুলিশ নকল মদ তৈরীর সাথে জড়িত ৫ জনকে মদ তৈরীর সরঞ্জামসহ গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন, নাসিম উদ্দিন (২৩), ইকরামুল হক (৩২), স্বপন পাল (৫১), মো: ইমরান ফয়সল(২১), মো: জাহেদুর রহমান আরজু (৩০)।

পুলিশ জানায়, নগরীর কৈবল্যধাম মন্দিরের দক্ষিণ পাশ থেকে মঙ্গলবার নাসিমকে নকল মদসহ গ্রেফতার করে । পরে তার স্বীকারোক্তি মোতাবেক অন্য চারজনকে বিভিন্ন এলাকা থেকে নকল মদ তৈরীর সরঞ্জামসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে দীর্ঘ দিন ধরে নকল মদ তৈরী করে বিক্রি করছে বলে স্বীকার করেছে।

উল্লেখ্য, গত ১৩ আগষ্ট মালিপাড়ায় বিষাক্ত মদ পান করে বিশ্বজিৎ মল্লিক, শাওন মজুমদার, মিল্টন গোমেজ নামে তিনজন মারা যায়।

Like
Like Love Haha Wow Sad Angry
1
tags:

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *