fbpx
হোম অন্যান্য এক জালেই পেলেন প্রায় ৫ লাখ টাকার মাছ !
এক জালেই পেলেন প্রায় ৫ লাখ টাকার মাছ !

এক জালেই পেলেন প্রায় ৫ লাখ টাকার মাছ !

0

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে কপাল খুলে গেছে আব্দুল গফুরের। এক জালেই উঠেছে প্রায় ৫ লাখ টাকার মাছ। গফুরের বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর গ্রামে।

জেলে আব্দুল গফুর জানান, সাগরে মাছ ধরেই সংসার চালান তিনি। মাছ ধরতে কয়েকদিন ধরে সাগরে রয়েছেন। এর মধ্যে সুন্দরবন সংলগ্ন সাগরের কচিখালি এলাকায় জাল ফেললে একবারে ধরা পড়ে ৭২টি ভোলা মাছ, যার ওজন প্রায় ৮০০ কেজি। প্রতিকেজি মাছ ৬০০-৬৫০ টাকা দরে বিক্রি হয়েছে। সবমিলিয়ে প্রায় ৫ লাখ টাকা আয় হয়েছে তার।

শ্যামনগরের সোনার মোড়ের মদিনা ফিশ মৎস্য আড়ত থেকে ব্যবসায়ী আশরাফ হোসেন মাছগুলো কিনে চট্টগ্রামে পাঠিয়েছেন। মাছ বিক্রি করে একসঙ্গে মোটা অংকের টাকা পেয়ে জেলে আব্দুল গফুরের পরিবারে এখন বইছে আনন্দের জোয়ার।

ব্যবসায়ী আশরাফ হোসেন জানান, সামুদ্রিক মাছ হিসেবে ভোলা মাছ খেতে বেশ সুস্বাদু। স্বাদের পাশাপাশি এ মাছের চাহিদা ও দাম চড়া হওয়ার মূল কারণ হলো এ মাছের ফুলকা ভারতসহ বিভিন্ন দেশে রফতানি হয়। গ্রেড অনুযায়ী প্রতিকেজি ফুলকার মূল্য ২৫ থেকে ৩০ হাজার টাকা। ভোলা মাছের ফুলকা দিয়ে প্রসাধনী ও মূল্যবান ওষুধ তৈরি হয়।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *